‘if Starc can…’: Sunil Gavaskar on how Aussie pacer can justify his hefty IPL price tag get to know

মুম্বই: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার এখন মিচেল স্টার্ক। দুবাইয়ে গত ১৯ ডিসেম্বর যে নিলাম আয়োজিত হয়েছিল সেখানে কলকাতা নাইট রাইডার্স ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে এই অজি পেসারকে। এবার নিলামের স্টার্কের এত দাম পাওয়া নিয়ে মুখ খুললেন সুনীল গাওস্কর। তিনি মনে করেন যে এত টাকা যখন দর উঠেছে অজি পেসারের, তবে তাঁকেও সেই মানের পারফরম্য়ান্সও করতে হবে।

এক সাক্ষাৎকারে গাওস্কর জানিয়েছেন, ”আমি মনে করি প্রয়োজনের বেশি খরচ করা হয়েছে। আমার মনে হয় না কেউ এত টাকা পাওয়ার যোগ্য। কেকেআর যদি ১৪টা মধ্যে চারটে ম্যাচ জেতে, তা হলে স্টার্কের জন্য এত টাকা খরচ করার অর্থ কী? ও যদি প্রতিটা ম্যাচেই দারুণ কিছু করতে পারে, তা হলে একটা যুক্তি থাকতে পারে।’’ তিনি আরও বলেছেন, ”অন্তত চারটি ম্যাচে কি স্টার্ক ম্যাচ জেতানোর মতো বল করতে পারবে? বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো দলগুলোর বিরুদ্ধে। এই তিনটে দলের ব্যাটিং লাইন আপ সব থেকে ভাল। এই দলগুলোর বিরুদ্ধে বল হাতে ম্যাচ জেতাতে পারলে এত টাকা খরচের একটা অর্থ হবে।”

উল্লেখ্য, এর আগেও কেকেআর স্টার্ককে ২০১৮ সালে ৯ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছিল। কিন্তু সেবার টুর্নামেন্টে একটি ম্য়াচও খেলেননি তিনি। অজি পেসার এর আগে ২০১৪-১৫ মরশুমে আরসিবির জার্সিতে খেলেছিলেন। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ হিসেবে অজি পেসার আইপিএলকেই বেছে নিতে চান, এমনটাই জানিয়েছিলেন। 

আরও দেখুন