Mithun Chakraborty’s health update: মিঠুনকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সম্পূর্ণ বিপদমুক্ত না হলেও শনিবারের তুলনায় মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হয়েছে। এদিন টলিউডের একাধিক অভিনেতা মহাগুরুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তাঁকে হাসপাতালে দেখতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে কিছুক্ষণ কথাও বলেন তিনি মিঠুনের সঙ্গে।

রাজনৈতিক রঙ সরিয়ে রেখে অভিনেতাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন একাধিক অভিনেতা সাংসদ ও বিধায়করা। সোহম চক্রবর্তী, দেব, রাজ চক্রবর্তীরা হাসপাতালে দেখা করতে যান মিঠুন চক্রবর্তীর সঙ্গে।

এদিন হাসপাতালে তাঁকে সুকান্ত মজুমদার-সহ একাধিক বিজেপি নেতারা। পরে হাসপাতাল থেকে বেরিয়ে সুকান্ত বলেন, ‘অনেকটা সুস্থ রয়েছেন উনি। কালকেই ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পড়ুন । ‘আমার সঙ্গে কথা হয়েছে…’ হাসপাতালে মিঠুনকে দেখতে দেবশ্রী-সোহম, কেমন আছেন মহাগুরু?

হাসপাতাল সূত্রে খবর, তাঁর শনিবারের চেয়ে আজ রবিবার মহাগুরুর শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে। মাথায় কোনও ক্লট পাওয়া যায়নি। তবে তাঁর শরীরের ডান দিকটা কিছুটা দূর্বল রয়েছে।

সুকান্ত মজুমদার যখন হাসপাতালে দেখা করেন, সেই সময়ের ভিডিয়োওতে দেখা যাচ্ছে মিঠুন স্বভঙ্গিমায় বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে কথা বলছেন। তাঁকে জানাচ্ছেন, সোমবার ছেড়ে দেওয়া হতে পারে হাসপাতাল থেকে।

পডুন। বাংলার রাজ্যসভার MPগুলো উনি বাংলার বাইরের লোককে দিচ্ছন: শুভেন্দু

প্রসঙ্গত, ব্রেন স্ট্রোক হওয়ার কারণে শনিবার গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও তৈরি হয়।

হাসপাতাল সূত্রে খবর, ফিজিওথেরাপি ও মুভেমেন্ট থেরাপি করা হচ্ছে তাঁর। তাঁকে একজন স্পিচ থেরাপিস্টও পরীক্ষা করে দেখছেন।

তাঁর শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে। আপতত বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করতে দেখা গিয়েছে মিঠুনকে। ‘মোদির সেনাপতি’ হয়ে বাংলার বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছিল মহাগুরুকে। তাতে বিজেপির ভোটবাক্স ভরী হয়নি বটে, তবে মিঠুন গেরুয়া শিবিরের হয়ে প্রচারে দেখা গিয়েছে। এবার লোকসভার ভোটেও তাঁকে প্রচারে দেখা যেতে পারে। তেমনটাই খবর বিজেপি সূত্রে।