Rajya Sabha BJP Candidate List: বঙ্গ বিজেপির মুখপাত্র এবার রাজ্যসভার প্রার্থী, বড় প্রাপ্তির মুখে পোড়খাওয়া নেতা

রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আর সেই তালিকায় নাম রয়েছে বাংলা থেকে শমীক ভট্টাচার্যের। রাজ্য বিজেপির মুখপাত্র হিসাবে বঙ্গ বিজেপির অত্যন্ত চেনা মুখ হলেন শমীক। তিনিই এবার বিজেপির পক্ষে রাজ্য সভার প্রার্থী। 

উত্তরপ্রদেশ থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন চৌধুরী তেজবীর সিং, শ্রীমতি সাধনা সিং শ্রীমতি অমরপাল মৌর্য্য, ডঃ সঙ্গীতা বলবন্ত, শ্রী নবীন জৈন। উত্তরপ্রদেশ থেকে দাঁড়াচ্ছেন আরপিএন সিং,ডঃ সুধাংশু ত্রিবেদী। উত্তরাখণ্ড থেকে প্রার্থী হচ্ছেন  শ্রী মহেন্দ্র ভাট। আর সেই তালিকায় বাংলা থেকে নাম রয়েছে শমীক ভট্টাচার্যের। 

অন্যদিকে বিহার থেকে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন  শ্রীমতি ধর্মশীলা গুপ্তা, ও ডঃ ভীম সিং। ছত্তিশগড় থেকে দাঁড়াচ্ছেন রাজা দেবেন্দ্র প্রতাপ সিং। হরিয়ানা থেকে দাঁড়াচ্ছেন সুভাষ বারালা। কর্ণাটক থেকে প্রার্থী হয়েছেন  এনকে ভানড়াগে।

তবে শমীক ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই বিজেপির মুখ। ভালো বক্তব্য রাখেন। তাত্ত্বিক নেতা বলেই পরিচিত। তৃণমূলকে নানাভাবে আক্রমণ করেন তিনি। দীর্ঘদিন ধরেই দলের প্রতি আনুগত্য দেখিয়েছেন তিনি। তবে এবার সেই শমীককেই রাজ্য সভায় নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। 

এদিকে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় নেতাদের সুনজরে ছিলেন শমীক। দীর্ঘদিন ধরেই তিনি বিজেপির মুখপাত্র। সংবাদমাধ্যমেও অত্যন্ত পরিচিত নাম তিনি। সেই শমীক ভট্টাচার্যেই আস্থা রাখল বিজেপি।

সামনেই লোকসভা ভোট। তবে শুধু ভোট বলে নয়, বাংলায় যে কোনও কর্মসূচিতে তৃণমূলের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে যে নামটা সবার আগে উঠে আসে তিনি হলেন শমীক ভট্টাচার্য। বেশ পরিশীলিত কথাবার্তা বলেন। মাঠে নেমে দাপুটে রাজনীতি না করলেও বঙ্গ বিজেপির অন্যতম বড় মুখ বলে পরিচিত শমীক ভট্টাচার্য। বার বার তিনি তৃণমূলকে বিদ্ধ করেন বাক্য বাণে। একাধিক সংবাদমাধ্যমের বিতর্ক সভায় তিনি অত্যন্ত পরিচিত মুখ। যুক্তি দিয়ে বক্তব্য সাজান তিনি। তৃণমূলকে ফালা ফালা করে আক্রমণ করেন তিনি। কিন্তু এবার সেই শমীক ভট্টাচার্যই পেলেন রাজ্য সভায় লড়ার টিকিট। তবে তাৎপর্যপূর্ণভাবে বিজেপির তরফ থেকে তিনি প্রার্থী হলেও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কিন্তু রাজ্যসভার প্রার্থী হননি।