Sumit Nagal clinches Chennai Open assured to enter top 100 in ATP Rankings

চেন্নাই: ২০২৪ সালটা ভারতীয় টেনিসের জন্য এখনও পর্যন্ত অত্যন্ত মিষ্টিমধুর কাটছে। বছরের শুরু থেকেই একের পর এক ইতিহাস তৈরি করছেন ভারতীয় টেনিস তারকারা। অস্ট্রেলিয়ান ওপেন জিতে সবথেকে বেশি বয়সে প্রথমবার বিশ্বের এক নম্বর হয়ে সর্বকালীন ইতিহাস গড়েছিলেন রোহন বোপান্না। সেই অস্ট্রেলিয়ান ওপেনেই সুমিত নাগাল (Sumit Nagal) ৩৫ বছর পর প্রথম ভারতীয় তারকা হিসাবে সিঙ্গেলসে কোনও বাছাই করা তারকাকে হারান। নাগালের স্বপ্নের সফর অব্যাহত। নিজের কেরিয়ারে প্রথমবার এটিপি সিঙ্গেলস ব়্যাঙ্কিংয়ে (ATP Rankings) প্রথম ১০০-র মধ্যে প্রবেশ করছেন নাগাল।

চেন্নাই ওপেন লুকা নার্ডিকে ৬-১, ৬-৪ স্কোরলাইনে স্ট্রেট সেটে হারিয়ে কেরিয়ারের পঞ্চম চ্যালেঞ্জার ট্যুর জিতে নেন নাগাল। এই জয়ের সুবাদেই ১০০-র মধ্যে নিজের জায়গা পাকা করে ফেললেন নাগাল। আসন্ন সপ্তাহেই এটিপি ব়্যাঙ্কিংয়ে তিনি ৯৮ নম্বরে উঠে আসবেন। ২০১৯ সালে প্রজ্ঞেশ গুণেশ্বরনের পাঁচ বছর পর প্রথম ভারতীয় সিঙ্গেলস তারকা হিসাবে এটিপি ব়্যাঙ্কিংয়ে ১০০-তে প্রবেশ করছেন সুমিত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ভাবতাম ঠাট্টা করছে, বিশ্ব ব়্যাঙ্কিংয়ে শীর্ষে যাওয়া বোপন্নাকে নিয়ে উচ্ছ্বসিত সানিয়া 

আরও দেখুন