Suvendu Adhikari: হিন্দু মহিলারা শাসকদলের গুন্ডাদের ভোগ্যপণ্য না কি?: শুভেন্দু অধিকারী

সন্দেশখালিতে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মহিলাদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু জিউ মন্দিরের মহোৎসবে অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, হিন্দু মহিলারা কি ভোগ্যপণ্য? সন্দেশখালিতে নারী নির্যাতনের ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।
আরও পড়ুন: মহিলা ও মতুয়া- লোকসভার দিকে তাকিয়ে রাজ্যসভার প্রার্থী ঘোষণা TMC-র, আছেন সাংবাদিক

শুভেন্দুবাবু বলেন, ‘সন্দেশখালিতে হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে। হিন্দু মায়েরা – বোনেরা কি ভোগ্যপণ্য? লজ্জা রাখার জায়গা নেই। হিন্দু মেয়েরা এই সরকারি দলের গুন্ডাদের ভোগ্যপণ্য হতে পারে না। মেয়েরা যে অভিজ্ঞতার কথা বলছেন, গা শিউরে উঠছে ঘৃণাতে’।

সংসদের অধিবেশন শেষে রবিবার কলকাতায় ফেরেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিমানবন্দরে তিনি বলেন, ‘ভয়ঙ্করতম মধ্যযুগীয় বর্বরতা চলেছে সন্দেশখালিতে। কারও বউকে ডেকে নিয়ে গিয়ে গোটা রাত রেখে পরের দিন পৌঁছে দেওয়া, এবং দিনের পর দিন এটা করা, এরও ভাগ পুলিশ পায় কি না আমাদের জানা নেই। পুলিশ মানুষের মুখ খুলতে দেবে না। মানুষ যেন তাদের বক্তব্য রাখতে না পারে। যে ভাবে মহিলাদের ওপর দিনের পর দিন অত্যাচার হয়েছে এর পরও বাঙালি যদি চুপ করে বসে থাকে, আগামী দিনে আমার – আপনার বাড়ির মহিলাদের সঙ্গেও এই রকম কাজ করবে শাসকদলের গুন্ডারা’।

আরও পড়ুন: নিখোঁজ TMC নেতা শিবুর অভিযোগে প্রাক্তন CPIM বিধায়ক নিরাপদকে গ্রেফতার করল পুলিশ

সন্দেশখালিতে মহিলাদের গভীর রাতে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে শেখ শাহজাহান আশ্রিত তৃণমূল নেতা উত্তম সরদার ও শিবু হলদারের বিরুদ্ধে। লাগাতার নির্যাতনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেছেন মহিলারা। তাদের দাবি, পুলিশকে জানিয়েও কোনও ফল হয়নি।