WB Govt Teachers Special Leave: শিক্ষকদের ৪ দিন বাড়তি ছুটি দেবে পর্ষদ! কারা কারা পাবেন? কতদিনের মধ্যে নিতে হবে?

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের জন্য ছুটির দিনে কাজ করতে হবে। সেজন্য মাধ্যমিকের এক্সামিনার ও হেড এক্সামিনারদের চারটি বাড়তি ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদের তরফে জানানো হয়েছে, ছুটির দিনে যেহেতু এক্সামিনার ও হেড এক্সামিনারদের কাজ করতে হবে, তাই বাড়তি ছুটি দিয়ে সেটা পুষিয়ে দেওয়া হবে। তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই চারটি ছুটি নিতে পারবেন। পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি (রবিবার), ২৫ ফেব্রুয়ারি (রবিবার), ২৬ ফেব্রুয়ারি (সবেবরাত) এবং ৮ মার্চ (শিবরাত্রি) এক্সামিনার ও হেড এক্সামিনারদের কাজ করতে হবে। অর্থাৎ সরকারি খাতায় চারটি ছুটির দিনে কাজ করতে হবে এক্সামিনার ও হেড এক্সামিনারদের। যা মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই পরিস্থিতিতে ওই এক্সামিনার ও হেড এক্সামিনারদের চারটি বাড়তি ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের অ্যাড-হক কমিটির সভাপতি। শুধুমাত্র যে শিক্ষকরা মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ করবেন, তাঁদেরই সেই ছুটি দেওয়া হবে। আর তাঁরা সংশ্লিষ্ট চারদিন উপস্থিত ছিলেন, সেই প্রমাণপত্র জমা দিতে হবে বলেও জানিয়েছে পর্ষদ।

কতদিনের মধ্যে ছুটি নিতে পারবেন এক্সামিনার ও হেড এক্সামিনাররা? 

পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ এপ্রিলের (মঙ্গলবার) মধ্যে সংশ্লিষ্ট এক্সামিনার ও হেড এক্সামিনারদের ছুটি নিতে হবে। তবে যে দিনগুলিতে কোনও পরীক্ষা পড়েছে, সেদিন তাঁরা ছুটি নিতে পারবেন। যদি ওই সময়ের মধ্যে তাঁরা চারটি ছুটি না নেন, তাহলে আর তা বৈধ বলে বিবেচিত হবে না। অর্থাৎ কোনও এক্সামিনার ও হেড এক্সামিনারের হাতে যদি ৩০ এপ্রিলের পরও বাড়তি কোনও ছুটি (মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের জন্য বাড়তি ছুটি) পড়েও থাকে, তা আর নিতে পারবেন না বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Additional stoppages for HS Exam 2024: উচ্চমাধ্যমিকের জন্য বাড়তি স্টপেজ দেবে শিয়ালদা ডিভিশনের ২১ ট্রেন! রইল টাইমটেবিল

বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘উচ্চমাধ্যমিকের মতো ছুটির দিনগুলিতে ডিউটির জন্য পরীক্ষকদের অন্যদিন অতিরিক্ত ছুটি দেওয়ার জন্য পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করেছিলাম। উনি কথা দিয়েছিলেন যে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। সেই অনুযায়ী আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাননীয় পর্ষদ সভাপতিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।’

আরও পড়ুন: Special Kolkata metro for board exam: স্পেশাল মেট্রো চলবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার জন্য! কখন? রইল টাইমটেবিল