সেবার মান বাড়াতে ডেসকো ও ফাইবার অ্যাট হোমের চুক্তি

স্ক্যাডার (সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা একিউজিশন)  সক্ষমতা বৃদ্ধি ও সেবার মান বাড়ানোর জন্য ফাইবার অ্যাট হোমের মধ্যে চুক্তি স্বাক্ষর করেছে ডেসকো। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডেসকো’র স্ক্যাডা প্রজেক্টের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩ বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন ডেসকো’র পক্ষ থেকে প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এবং ফাইবার অ্যাট হোমের পক্ষে জেনারেল ম্যানেজার মাসুদ মিয়া।

অনুষ্ঠানে ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনের একটি অনুষঙ্গ স্ক্যাডা সিস্টেম। এটা একেবারেই ভিন্ন ধরনের ম্যাকানিজম। আমরা আগামীদিনে স্ক্যাডার সক্ষমতা আরও বৃদ্ধির লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর করেছি। যা ডেসকোর সক্ষমতাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। অদূর ভবিষ্যতে  সবগুলো সাব- স্টেশন স্ক্যাডা সেন্টারের মাধ্যমে নিয়ন্ত্রণ হবে।

স্বাগত বক্তব্য রাখেন ডেসকো’র নির্বাহী পরিচালক (সংগ্রহ) এ কে এম মহিউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাইবার এট হোমের চেয়ারম্যান মঈনুল হোসেন সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক  রফিকুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী, ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান  মঈনুল হোসেন সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক রফিকুর রহমান।

 আরও উপস্থিত ছিলেন, ডেসকো’র নির্বাহী পরিচালক  প্রশাসন ও এইচ আর খন্দকার জহিরুল ইসলাম, নির্বাহী পরিচালক প্রকৌশল জগদীশ চন্দ্র মন্ডল, নির্বাহী পরিচালক অপারেশন মো. জাকির হোসেনসহ ডেসকো এবং ফাইবার অ্যাট হোমের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত বছরের জানুয়ারি মাসে ঢাকার মিরপুরে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) স্ক্যাডা সিস্টেম (সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা একিউজিশন) এর উদ্বোধন করা হয়েছিল।

তখন জানানো হয়েছিল, ডেসকোর নিয়ন্ত্রণাধীন ৬৯টি স্টেশনের বিদ্যুৎ নেটওয়ার্ক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ হতে পর্যবেক্ষণ করা হবে। এর মাধ্যমে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরও উন্নত হওয়ার ফলে গ্রাহক সেবার মানও উন্নত হবে। সেই সঙ্গে বিদ্যুতের অপচয়, চুরিসহ নানা অব্যবস্থাপনা প্রতিরোধের পাশাপাশি গ্রাহক ভোগান্তি কমাবে। ফলে ডেসকোর ১২ লাখ গ্রাহক আরও উন্নত সেবা পাবে।