Shamar Joseph And Amy Hunter Win ICC Player Of The Month Awards For January Know Details

দুবাই: গায়ানার বারাকারার এক বাসিন্দা গোটা ক্রিকেটবিশ্বে ঝড় তুলেছেন। তিনি শামার জোসেফ(Shamar Joseph)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে স্বপ্নের অভিষেক ঘটিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা। বছর খানেক যিনি নিরাপত্তাকর্মী হিসাবে কর্মরত ছিলেন, সেই জোসেফেই মজে এখন ক্রিকেটবিশ্ব। বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছিলেন তারকা ফাস্ট বোলার। এবার তিনিই আইসিসির বিচারে জানুয়ারির সেরা পুরুষ ক্রিকেটার (ICC Men’s Player of the Month) নির্বাচিত হলেন।

অ্যাডিলেডে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম বলেই স্টিভ স্মিথকে আউট করেছিলেন জোসেফ। ওই ম্যাচে নিয়েছিলেন পাঁচ উইকেট। তবে তার পরের ম্যাচে গাব্বায় তাঁর পারফরম্যান্সকে হয়তোই কেউ ভুলতে পারবেন। ৬৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন ডান হাতি পেসার। ঘণ্টায় কখনও ১৪০ কিলোমিটার গতিতে, তো কখনও ১৪৫ কিলোমিটারে বল করেছেন তিনি। তাও ভাঙা আঙুল নিয়ে। মিচেল স্টার্কের ইয়র্কার আছড়ে পড়েছিল পায়ে। আঙুল ভাঙলেও শামারের ইচ্ছেশক্তিকে তা ধাক্কা দিতে পারেনি। বল হাতে গাব্বায় ইতিহাসের অন্যতম সেরা স্পেলটা করেন তিনি। ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়কে জয় এনে দেয় তাঁর বোলিং। 

এই অনবদ্য দুই পারফরম্যান্সই তাঁকে সেরা ক্রিকেটারের পুরস্কার এনে দিল। জয়ের পর উচ্ছ্বসিত জোসেফ বলেন, ‘এই পুরস্কার জিততে পেরে আমি উচ্ছ্বসিত। বিশ্বমঞ্চে এমন এক পুরস্কার পাওয়াটা বিশেষ অনুভূতির। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিনিধিত্ব করার প্রতিটি মুহূর্ত আমি চুটিয়ে উপভোগ করেছি। বিশেষ করে গাব্বায় ওই স্বপ্নের মতো শেষ দিনটা। শেষ উইকেট নিয়ে ম্যাচ জেতানোটা অনেকটা স্বপ্নের মতোই। আমি এভাবেই পরিশ্রম করে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে এমন আরও অনেক ম্যাচ জেতানো পারফরম্যান্স করতে আগ্রহী।’  

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টে ১৩ উইকেটে নেওয়া শামারকে ভারতীয় জনগণও শীঘ্রই খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন। লখনউ সুপার জায়ান্টস দলের হয়ে খেলতে দেখা যাবে আগামী মরশুমে এই তরুণ পেসারকে। মার্ক উডের বদলি হিসেবে তাঁকে দলে নেওয়া হয়েছে। তিন কোটি দরে লখনউতে যোগ দিচ্ছেন শামার। 

লখনউ সুপার জায়ান্টসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘উডের বদলি হিসাবে শামারকে দলে নেওয়া হয়েছে। ৩ কোটি টাকায় নেওয়া হয়েছে তাঁকে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ়ের টেস্ট জয়ে বড় ভূমিকা নিয়েছেন শামার। আইপিএলে এই প্রথম বার দেখা যাবে তাঁকে।” উড ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলছেন। কিন্তু আইপিএলে তিনি খেলবেন না, জানিয়ে দিয়েছেন। আইসিসির বিচারে মহিলাদের সেরা ক্রিকেটার হয়ে অ্যামি হান্টার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: মুরলি, ওয়ার্নদেরও তাক লাগাবে, অবিশ্বাস্য এই বলই কি শতাব্দীর সেরা?