Rehan Ahmed: রাজকোট টেস্টের আগে রেহান আহমেদকে নিয়ে সমস্যায় পড়ল ইংল্যান্ড শিবির, কিন্তু কেন?

<p><strong>রাজকোট:</strong> ভারত সফরে এসেছে ইংল্যান্ড দল। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে জয় এলেও দ্বিতীয় ম্য়াচে হারতে হয়েছে স্টোকসদের। তবে মাঠের বাইরের সমস্যা যেন বারবার জর্জরিত হতে হচ্ছে ইংল্যান্ড শিবিরকে।&nbsp; প্রথম টেস্টের আগে ভিসা সমস্যা ভুগিয়েছিল ইংল্যান্ডের স্পিনার শোয়েব বসিরকে। দ্বিতীয় টেস্টের আগে অবশ্য ভারতে পা রাখেন তিনি। বিশাখাপত্তনমে মাঠেও নেমেছিলেন। তবে দ্বিতীয় টেস্টে খেলার সময় চোট পান ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিনি। এবার রাজকোট টেস্টের আগে ভিসা সমস্যা ইংল্যান্ডের আরও এক তরুণ স্পিনার রেহান আহমেদ।&nbsp;</p>