গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি সেনাদের অভিযান

দক্ষিণ গাজার অবরুদ্ধ নাসের হাসপাতালে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলি জিম্মিদের লাশ থাকার সন্দেহে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তারা সেখানে প্রবেশ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দক্ষিণ গাজার সব চেয়ে বড় হাসপাতাল এটি। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামাস ও ইসরায়েলি জিম্মিদের লাশ থাকার সন্দেহে নাসের হাসপাতালে সীমিত আকারে অভিযান চালানো হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, নাসের হাসপাতাল থেকে সহস্রাধিক ফিলিস্তিনিকে স্থানান্তরের আদেশ দেওয়ার একদিন পরই এই অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

হাসপাতাল আক্রমণের ধরন উল্লেখ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, হাসপাতাল ভবনের দক্ষিণের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি স্পেশাল ফোর্সের সদস্যরা।

আশরাফ আল-কুদরা আরও বলেন, হাসপাতাল প্রশাসনকে নিবিড় পরিচর্যা ও নবজাতকসহ সব রোগীদের পুরনো একটি হাসপাতালের ভবনে নিয়ে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েল।

অভিযান চলানোর আগের এক ভিডিও চিত্রে দেখা গেছে, ধোঁয়ার মধ্যে রোগীদেরকে নিয়ে বের হচ্ছেন চিকিৎসাকর্মীরা।

ইসরায়েলি অভিযানের ভিডিও চিত্রটি যাচাই করছে বিবিসি। সেই অনুযায়ী, হাসপাতালের ভেতরে কী হয়েছিল তা জানার জন্য কাজ করছে সংবাদমাধ্যমটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে ২৮ হাজার ৬৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৮ ৩৯৫ জন। অপরদিকে, হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।