Sukanta Majumder: এবার ডিজিপিকে তলব সংসদের প্রিভিলেজ কমিটির, প্রাণ সংশয় হতে পারত সুকান্তর!

এবার রাজ্যের ডিজিপিকে তলব করল সংসদের প্রিভিলেজ কমিটি বা সংসদের স্বাধীকার রক্ষা কমিটি। ডিজিপি অথবা আইজিপি, এসপি বসিরহাট, অ্যাডিশনাল এসপি বসিরহাটকে আগামী ১৯ ফেব্রুয়ারি এই প্রিভিলেজ কমিটির সামনে হাজির হতে হবে। রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার সম্প্রতি অভিযোগ তুলেছিলেন উত্তর ২৪পরগনার বসিরহাট জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিল। এমনকী তার জীবন সংশয় হতে পারে এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল। সোমবার ১৯ ফেব্রুয়ারি তাঁদের পার্লামে হাউজ অ্যানেক্স এক্সটেনশনে হাজির হতে হবে। নির্দিষ্ট দিনে ও সময়ে তাঁদের প্রিভিলেজ কমিটির সামনে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। এমনকী ১৬ ফেব্রুয়ারির মধ্য়ে এনিয়ে নিশ্চয়তা জানানোর কথাও বলা হয়েছে।

কিন্তু ঠিক কী হয়েছিল বসিরহাটে? 

বুধবার সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়ে পুলিশের ধাক্কায় গাড়ির বনেট থেকে পড়ে কোমরে ও পাঁজরে আঘাত লাগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এমনটাই দাবি করা হয়। এরপর কলকাতার অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে বেরিয়ে সংবাদমাধ্যমকে একথা জানিয়েছিলেন বিজেপির রাজ্যসভার প্রার্থী শমীক ভট্টাচার্য।

বুধবার ইছামতীর পাড়ে সরস্বতী পুজো করে গাড়িতে উঠে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করেন তিনি। সঙ্গে সঙ্গে সুকান্তবাবুকে বাধা দেয় পুলিশ। এর পর পুলিশের গাড়ির বনেটে উঠে আধিকারিকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন সুকান্ত। তখন সুকান্তবাবুকে টেনে নামানোর চেষ্টা করেন এক পুলিশকর্মী। চলতে শুরু করে পুলিশের গাড়িটি। সেই সময় বনেট থেকে পড়ে জ্ঞান হারান সুকান্ত।

এদিকে সুকান্ত মজুমদারের এই হাপাতালে ভর্তি হওয়ার ঘটনাকে আবার কটাক্ষ করছে তৃণমূল।  তৃণমূলের নেত্রী চিকিৎসক শশী পাঁজা বলেন, ‘আন্দোলন করার মতো শারীরিক সক্ষমতা নেই সুকান্তবাবুর। চিকিৎসক হিসাবে ওনাকে শরীরের যত্ন নিতে বলব।’

তবে এসবের মধ্য়েই গোটা ঘটনাকে যে সংসদের প্রিভিলেজ কমিটি হালকাভাবে নিচ্ছে না সেটা এবার প্রকাশ্য়ে এল। মৌখিক অভিযোগ পাওয়ার পরেই বাংলার ডিজিপিতে তলব। ডিজিপি অথবা আইজিপি,এসপি বসিরহাট, অ্যাডিশনাল এসপি বসিরহাটকে আগামী ১৯ ফেব্রুয়ারি এই প্রিভিলেজ কমিটির সামনে হাজির হতে হবে।