IND vs ENG Day 1 Highlights India in commanding position after Rohit Sharma and Ravindra Jadeja score century Rajkot Test

রাজকোট: প্রথমে রোহিত শর্মা (Rohit Sharma)। তারপর রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। জোড়া সেঞ্চুরিতে রাজকোটে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন ভাল জায়গায় ভারত। প্রথম দিনের শেষে ৮৬ ওভারে ভারতের স্কোর ৩২৬/৫। ১৩১ রান করে আউট হয়েছেন রোহিত। ১১০ রানে অপরাজিত জাডেজা।

অভিষেক ম্যাচ খেলতে নেমে নজর কাড়লেন সরফরাজ খানও। ৬৬ বলে ৬২ রান করে রান আউট হয়ে যান মুম্বইয়ের তারকা। ঘরোয়া ক্রিকেটে গত তিন-চার মরশুম ধরে পাহাড়প্রমাণ রান করেছেন। তবু জাতীয় দলে উপেক্ষিত ছিলেন। রাজকোটে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একসঙ্গে দুজনের টেস্ট অভিষেক ঘটানো হয়েছে। একজন, সরফরাজ খান। প্রথম শ্রেণির ক্রিকেটে সত্তরের কাছাকাছি ব্যাটিং গড়। বারবার ফিটনেসের দোহাই দিয়ে তাঁকে ব্রাত্য রাখা হয়েছিল। যা নিয়ে ক্ষিপ্ত ছিলেন কিংবদন্তি সুনীল গাওস্কর। লিটল মাস্টার প্রশ্ন করেছিলেন, ও আনফিট হলে রঞ্জি ট্রফিতে এত রান করছে কীভাবে! অবশেষে সরফরাজের দীর্ঘ অপেক্ষার অবসান হল। রাজকোটে খেলছেন তিনি। সঙ্গে অভিষেক হল উইকেটকিপার ধ্রুব জুরেলের।

রোহিত আউট হওয়ার পর ব্যাট করতে নেমে শুরুতেই বাউন্সার বৃষ্টির মুখে পড়লেন সরফরাজ। তাঁকে চিন মিউজ়িক শোনাতে চেয়েছিলেন ইংরেজ পেসাররা। ডাক করে গেলেন সরফরাজ। তারপরই ধরলেন রুদ্রমূর্তি। বোলার নিধন যজ্ঞ শুরু করলেন। তাঁর চোখে মুখে ঠিকরে বেরচ্ছিল প্রতিজ্ঞা। যেন টেস্ট দলে সুযোগ পেয়ে নিজেকে প্রথম ইনিংসেই প্রমাণ করতে মুখিয়ে ছিলেন। ওয়ান ডে ক্রিকেটের ঢঙে ব্যাট করে ৬৬ বলে ৬২ রান। ৯টি বাউন্ডারি, একটি ছক্কা। রবীন্দ্র জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট না হলে আরও বড় ইনিংস নিশ্চিত দেখাচ্ছিল।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। কিন্তু রান পাননি যশস্বী জয়সওয়াল, শুভমন গিল ও রজত পাতিদার। ৩৩/৩ হয়ে যাওয়া দলকে টেনে তোলেন রোহিত ও জাডেজা। চতুর্থ উইকেটে ২০৪ রান যোগ করেন দুজনে। ১৩১ রান করে ফেরেন রোহিত। তবে জাডেজাকে টলানো যায়নি। ১১০ করে ক্রিজে রয়েছেন তিনি। সঙ্গে নৈশপ্রহরী কুলদীপ যাদব ১ রানে অপরাজিত।

 

আরও পড়ুন: Sourav Ganguly: বাড়িতে না জানিয়ে ডোনার সঙ্গে রেজিস্ট্রি সেরেই শ্রীলঙ্কায় সৌরভ, বিয়ের খবর ফাঁস হয় কীভাবে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন