‘‌আর অপেক্ষা নয়, এখনই বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামুন’‌, নির্দেশ দিলেন অভিষেক

একশো দিনের শ্রমিকদের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আক্রান্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা। ২০২৩ সালের ৩ অক্টোবর সেটা ঘটেছিল। এবার তার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করেছে বিজেপি। তার উপর সন্দেশখালিকে ইস্যু করতে চাইছে। এই পরিস্থিতিতে আজ, শুক্রবার ভার্চুয়াল বৈঠকে লোকসভা নির্বাচনেরই সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা–কর্মীদের পথে নেমে কাজের নির্দেশ দিলেন তিনি।

এদিকে আজ দলের ভার্চুয়াল বৈঠক থেকে বড় নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল সভা থেকে অভিষেক নির্দেশ দেন, ‘‌আর অপেক্ষা নয়। এখনই বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামুন। শুধু মহিলা সাংসদরাই নন, সেদিন দিল্লি পুলিশের হাতে আক্রান্ত হন দলের বর্ষীয়ান সাংসদরাও। বীরবাহা হাঁসদা, মহুয়া মৈত্রদের দিল্লিতে কেমন করে নিগ্রহ করা হয়েছিল তা সবাই দেখেছেন। সাংসদদের, বিধায়কদের বলব এটা নিয়ে ব্যাপক প্রচার করুন। ব্লক, অঞ্চলে কথা বলে ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত নিন। গরিব মানুষের টাকা কেন্দ্রের সরকার আটকে রেখেছে। মানুষের কাছে তাও পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে হবে।’‌ এমনই নির্দেশ দেন অভিষেক বলে সূত্রের খবর।

অন্যদিকে সন্দেশখালিতে নারী নির্যাতন নিয়ে মিথ্যে প্রচার করছে বিজেপি বলে আগেই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। এবার এই বিষয়টি নিয়েও ভার্চুয়াল বৈঠকে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‌সন্দেশখালি নিয়ে এত মাতামাতি করা হচ্ছে। আর চোপড়ায় বিএসএফের গাফিলতির কারণে চারটে ফুটফুটে বাচ্চা মারা গেল। সেখানে রাজ্যপাল যান না।’‌ সাংসদদের বিষয়টি দেখতে দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ বন্দোপাধ্যায় ও ডেরেক ও’‌ব্রায়ানকে। বিধায়কদের বিষয়টি দেখবেন রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলে সূত্রের খবর। অভিষেক আরও বলেন, ‘‌বাংলায় মোট ৩৩৪৩টি অঞ্চল আছে। সেখানে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে একটা সহায়তা শিবির করবেন। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আমরা তথ্য সংগ্রহে নামছি। ১৮ থেকে ২৫ তারিখ পর্যন্ত রোজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই শিবির চলবে। এই শিবিরে একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম আপনারা ফিলাপ করবেন। আর তা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব।’‌

আরও পড়ুন: মা সারদাকে নিয়ে ন্যক্কারজনক টুইট বিজেপির, মেরুকরণের অভিযোগ চন্দ্রিমার

এছাড়া আরও বেশ কিছু নির্দেশ দিয়েছেন অভিষেক। যাতে বোঝা যাচ্ছে এবার খেলা হবে অলআউট। অভিষেকের বক্তব্য, ‘‌যে জমিদাররা প্রকাশ্যে বলছেন আমরা বাংলার টাকা আটকে রাখব। সেই জমিদারদের বিরুদ্ধে আমাদের লড়াই। বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে পর পর এসসি, এসটি এবং মহিলাদের উপর ধারাবাহিক নির্যাতন চলছে সেটা মানুষকে বলতে হবে। বুথের দায়িত্বে যাঁরা আছেন আগামী ১৫ দিন নিজেদের এলাকায় হাটে বাজারে মানুষের কাছে যান। তাঁদেরকে বলুন তৃণমূল কংগ্রেস কেমন করে মানুষের দাবি নিয়ে গত দু’‌বছর ধরে লড়াই করেছে।’‌