IND vs ENG: তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৩৭৭/৮, ইংল্যান্ডের ওপর চাপ বাড়াচ্ছে ধ্রুব-অশ্বিন জুটি

<p style="text-align: justify;"><strong>রাজকোট:</strong> গতকাল <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a>, জাডেজার শতরান ও সরফরাজের অর্ধশতরানের দৌলতে বড় রান বোর্ডে তোলার ভিত গড়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টের তৃতীয় দিনে মধ্য়াহ্নভোজের বিরতিতে ৭ উইকেট হারিয়ে ৩৮৮ রান বোর্ডে তুলে নিল <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>। গতকালের অপরাজিত থাকা জাডেজা এদিন ১১২ রান করে ফেরেন রুটের বলে। অন্য়দিকে কুলদীপ যাদবকে ফেরান অ্যান্ডারসন। দ্রুত ২টো উইকেট এদিন সকালে হারালেও, এরপর আর কোনও সাফল্য পায়নি ইংল্যান্ড শিবির। ৫৭ রানের পার্টনারশিপ গড়ে দলকে চারশোর দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন ধ্রুব জুড়েল ও রবিচন্দ্রন অশ্বিন।&nbsp;</p>
<p style="text-align: justify;">গতকাল ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারত। ক্রিজে ছিলেন শতরান হাঁকানো রবীন্দ্র জাডেজা ও নাইটওয়াচম্য়ান কুলদীপ যাদব। এদিন সকালে প্রথমে কুলদীপকে ফেরান অ্য়ান্ডারসন। ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন কুলদীপ। এরপর রুটের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জাডেজা। নিজের কেরিয়ারের চতুর্থ টেস্ট শতরান গতকাল পূরণ করেছিলেন রাজকোটের ঘরের ছেলে। ১১২ রানের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান জাডেজা। এরপর অশ্বিনকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন ধ্রুব জুড়েল। সরফরাজের মত ধ্রুবেরও এটাই প্রথম টেস্ট। আর প্রথম ইনিংসেই বেশ সাবলীল দেখাল জুড়েলকে। মধ্যাহ্নভোজের বিরতিতে ৩১ রানে অপরাজিত রয়েছেন জুড়েল। অন্য়দিকে, ২৫ রান করে অপরাজিত রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।</p>
<p style="text-align: justify;">উল্লেখ্য, গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। জয়সওয়াল ১০ রানের ইনিংস খেলেন তিনি। খাতা খোলার আগেই প্যাভিলিয়ন ফেরেন শুভমন গিল। ৩৩ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট খুঁইয়ে বসেছিল ভারত। সেখান থেকে রোহিত ও জাডেজা মিলে দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন।&nbsp;</p>