Ishan Kishan skips Ranji Trophy final group stage match for Jharkhand in stead of BCCI instruction

রাঁচি: মানসিক স্বাস্থ্যের কথা বলে তিনি জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে এসেছিলেন। যদিও ঈশান কিষাণকে (Ishan Kishan) দেখা গিয়েছিল দুবাইয়ে পার্টি করতে। অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতি শো-তেও গিয়েছিলেন। ক্রিকেট মাঠে ঈশান কিষাণকে কবে দেখা যাবে, সেই প্রশ্ন জোরাল হয়ে উঠছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে বার্তা পাঠানো হয়েছিল, রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করতে হবে ঈশানকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টে উইকেটকিপার হিসাবে অভিষেক হল ধ্রুব জুরেলের। আর ঈশান কিষাণকে ঘিরে আঁধার আরও গাঢ় হল। কারণ, বোর্ডের নির্দেশিকা সত্ত্বেও ঝাড়খন্ডের হয়ে রঞ্জি ট্রফির গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেললেন না ঈশান। 

সামনেই আইপিএল। সব কিছু ঠিকঠাক চললে ২২ বা ২৩ মার্চ শুরু হবে টুর্নামেন্ট। তার আগে রঞ্জি ট্রফির ম্যাচ খেলা নিয়ে ঈশানের গড়িমসি নিয়ে জলঘোলা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, আইপিএলের জন্য নিজেকে বাঁচিয়ে রাখতেই কি ঘরোয়া ক্রিকেটের সেরা টুর্নামেন্ট এড়িয়ে যাচ্ছেন ঈশান?

তবে শুধু ঈশান নন, একইভাবে ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাচ্ছেন দীপক চাহার ও শ্রেয়স আইয়ারও। বাবার অসুস্থতার জন্য দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন দীপক চাহার। পরে আফগানিস্তানের বিরুদ্ধেও খেলেননি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুতি নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ঘষামাজা করছেন বলে দিন কয়েক আগে জানিয়েছিলেন দীপক। তবে বোর্ড থেকে তাঁকে রাজ্য দলের হয়ে রঞ্জি খেলতে বলা হয়েছিল। সেই নির্দেশ মানতে দেখা যাচ্ছে না পেসার অলরাউন্ডারকে। একইভাবে ইংল্য়ান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টের একাদশে না থাকা শ্রেয়সকেও ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়েছিল। তিনিও মুম্বইয়ের হয়ে শুক্রবার থেকে শুরু হওয়া রঞ্জি ম্যাচে খেলছেন না।

৬ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট পেয়েছে ঝাড়খন্ড। রাজস্থানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলছে ঝাড়খন্ড। সেই ম্যাচে ঈশান না খেলায় কুমার কুশাগ্রকে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাতে হচ্ছে।

আরও পড়ুন: অভিষেক দেখে কান্না বাবা ও স্ত্রীর, দৌড়ে গিয়ে হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন সরফরাজ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন