Upper Primary case: শুরু হবে কি উচ্চ প্রাথমিকে নিয়োগ? বড় ইঙ্গিত দিল হাইকোর্ট

মামলার সঙ্গে চলতে পারে নিয়োগও। উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত এক মামলায় এমনটাই নির্দেশ দিল আদালত। মামলার জন্য দীর্ঘ ৯ বছর ধরে উচ্চ প্রাথমিকে নিয়োগ আটকে রয়েছে। তাই যাতে শর্তসাপেক্ষে নিয়োগ করা যেতে পারে সেই দাবি জানিয়ে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন। সেই মামলার শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মামলা চলাকালীন, নিয়োগও চলতে পারে।

বিচারপতি জানিয়েছেন, মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্যপদে নিয়োগ শুরু করা যেতে পারে। সুপারিশপত্র দেওয়ার কাজও শুরু করা যেতে পারে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে সুপারিশপত্র দেওয়ার উপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি রয়েছে। কিন্তু কমিশন অবিলম্বে নিয়োগ শুরু করতে চায়। শুনানিতে বিচারপতির প্রশ্ন,’কিছু মামলাকারীর জন্য ১৩ হাজার শূন্যপদ আটকে রাখা সম্ভব?’ বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চান মোট মামলাকারী কতজন।

পডুন। সত্যটা বেরিয়ে আসবে তাই…!’ সন্দেশখালি নিয়ে বলেন ‘২১০%’ সুস্থ মিঠুন

পড়ুন। আজ শুরু উচ্চমাধ্যমিক, ফোন থাকলে বাতিল পরীক্ষা, কী নিয়ম আছে? বিশেষ পরিষেবা ট্রেনে

শুনানি চলার সময় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে বলেন, ‘আপনার কাছে যে মামলাগুলি চলছ সেগুলিতে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখেন তো ভাল, বিপক্ষে গেলে আপনাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে।’

বিচারপতি বলেন,’আমরা এই মুহূর্ত কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। প্রয়োজনে আলাদা করে মামলা শোনা হতে পারে।’ মামলার পরবর্তী শুনানি ২৮ ফেব্রুয়ারি। 

প্রসঙ্গত, নিয়োগপত্রে দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী । কিছুদিন আগেও চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয় ধর্মতলা চত্ত্বর।

পড়ুন। ১০ বছর অপেক্ষা করেছি আর কতদিন? আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের হাউ হাউ করে কান্না ধর্মতলায়