BSF Van kills child: চাপড়ায় বাহিনীর পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত BSF কর্মীর ৭ বছরের মেয়ে, তদন্তে পুলিশ

কয়েকদিন আগেই চোপড়ায় শিশুমৃত্যুর জন্য কাঠগড়ায় তোলা হয়েছিল বিএসএফ-কে। এবার নদিয়ার চাপড়ায় বিএসএফ-এর বিরুদ্ধে ফের উঠল একই অভিযোগ। জানা গিয়েছে, বাহিনীরই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় চাপড়ায় বিএসএফ কর্মীর মেয়ের মৃত্যু হয়েছে। মৃত শিশুর বয়স মাত্র ৭ বছর। মৃত শিশুটির নাম আরোহী সিংহ হাজারি। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, যে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু হয়, সেটি চালাচ্ছিলেন সঞ্জীব কুমার নামক এক বিএসএফ কর্মী। অভিযোগ, সঞ্জীব মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। (আরও পড়ুন: ‘যেখানে সেখানে হাত’, উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে ছাত্রীদের ‘পোশাক খুলিয়ে’ তল্লাশি)

আরও পড়ুন: সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হবে এবার? বিধানসভায় পে কমিশন নিয়ে বড় মন্তব্য CM-এর

রিপোর্ট অনুযায়ী, মৃত শিশুর মা বিএসএফ-এ আছেন। তাঁর নাম রিঙ্কু পাতিদার। বাঁকুড়ার জেলার সোনামুখী ব্লকের বাসিন্দা তিনি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৮২ নম্বর ব্যাটেলিয়নের হৃদয়পুর বর্ডার আউট পোস্টে কর্মরত তিনি। বিএসএফ-এর সেক্টর হেডকোয়ার্টার সীমানগরে একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি। সীমান্ত থেকে বাড়ি ফিরে মেয়ের সঙ্গে দেখা হয় বিএসএফ কর্মী রিঙ্কুর। এরপর মেয়ে ঠাকুমার সঙ্গে বাড়ির পাশে একটি প্যান্ডেলে সরস্বতী পুজো দেখতে যায়। সেই সময় রাস্তায় বিএসএফ-এর পিকআপ ভ্যান যাচ্ছিল। সেই ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে ছোট্ট শিশুটি। মেয়েটিকে এরপর উদ্ধার করে চাপড়া ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। (আরও পড়ুন: মহাকাশ থেকে ফিরে পৃথিবীতে ধ্বংস হল ভারতীয় স্যাটেলাইট, কী বলছে ইসরো?)

আরও পড়ুন: তাপমাত্রায় আসবে বড় রকমের হেরফের, উচ্চচাপে বাংলার কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস

কয়েকদিন আগে উত্তর দিনাজপুরের চোপড়ায় চার শিশুর মৃত্যুর ঘটনায় বিএসএফ-এর বিরুদ্ধে সুর চড়িয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এরই মাঝে চাপড়ার ঘটনায় নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। অভিযুক্ত বিএসএফ কর্মী সঞ্জীবের শাস্তির দাবি তুলেছেন মৃত শিশুর মা রিঙ্কু। জানা গিয়েছে, রিঙ্কুর ব্যাটেলিয়নেই কাজ করেন সঞ্জীব। আরোহীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে চাপড়ার ঘটনায় এখনও অভিযুক্ত সঞ্জীব বা কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত জারি রয়েছে। এর আগে চোপড়ার শিশুমৃত্যু নিয়ে বিএসএফ চাপে পড়েছে। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা রায় জানান, বিএসএফ তাদের দোষ কবুল করেছে। ওই ঘটনায় চোপড়া থানার পুলিশ শুক্রবার রাতেই এক ঠিকাদারকে গ্রেফতার করে সম্প্রতি। এর ফলে এই মামলায় ধৃতের সংখ্যা বেড়ে ২ হয়েছে।