IND vs ENG: ক্রমশ বিপজ্জ্বনক হয়ে উঠছেন কুলদীপ, মধ্য়াহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২৯০/৫

<p style="text-align: justify;"><strong>রাজকোট:</strong> প্রথম ইনিংসে ভারতের (Indian Cricket Team) ৪৪৫ রানের জবাবে গতকাল ২ উইকেট হারিয়ে ২০৭ রান বোর্ডে তুলে নিয়েছিল ইংল্যান্ড (England Cricket Team)। এদিন সকালে মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে আরও তিন উইকেট হারাল সফরকারী দল। ২৯০ রান বোর্ডে তুলেছে ইংল্যান্ড। এখনও তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৫৫ রানে এগিয়ে রয়েছে <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a> বাহিনী।&nbsp;</p>
<p style="text-align: justify;">গতকাল ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত হেনেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। ১৫ রান করে তাঁর বলে ফিরে গিয়েছিলেন জ্যাক ক্রলি। তিনিই ছিলেন অশ্বিনের টেস্টে ৫০০ তম শিকার। তবে মায়ের অসুস্থতার জন্য আচমকাই ম্য়াচ থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিজ্ঞ স্পিনার।</p>