Prominent Putin critic dies:জেলের মধ্যেই মৃত্যু পুতিন বিরোধী নেতা আলেক্সি নাভালনির, কীভাবে মারা গেলেন জানাল কারা দফতর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনায় তিনি বহুবার মুখর হয়েছেন। পুতিন-বিরোধী সেই নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর খবর এবার উঠে আসছে। এই খবর জানিয়েছে, রাশিয়ার প্রিজন সার্ভিস। উল্লেখ্য, গত বছর ডিসেম্বরেই প্রশ্ন উঠেছিল জেলবন্দি নাভালনি নিখোঁজ কি না! আর এবার ফেব্রুয়ারিতে এল তাঁর মৃত্যুর খবর। রাশিয়ার কারাবিভাগের তরফে জানানো হয়েছে আলেক্সি নাভালনির মৃত্যু কীভাবে হয়েছে।

রাশিয়ার কারাবিভাগের জারি করা বিবৃতি বলছে, আলেক্সি নাভালনি ‘অসুস্থ বোধ’ করছিলেন শুক্রবার। তার আগে তিনি হাঁটছিলেন। তারপরই তিনি অসুস্থ বোধ করেন। আর ঠিক তার সঙ্গে সঙ্গে ‘তিনি অচৈতন্য হয়ে পড়েন।’ এই তথ্য জানিয়েছে রয়টার্স। জানানো হয়েছে আলেক্সি নাভালনি অসুস্থ হতেই সঙ্গে সঙ্গে ডেকে পাঠানো হয়েছে মেডিক্যাল স্টাফদের। কিন্তু তারা নাভালনিকে পুনরুজ্জীবিত করতে পারেনি। এমনই জানিয়েছে রুশ কারাবিভাগ। শেষমেশ ওই অবস্থাতেই নাভালনির মৃত্যু হয়েছে।

(Man poses as Amit Shah got arrested: অমিত শাহ সেজে ভোটে টিকিট দেওয়ার নাম করে প্রাক্তন MLA কে প্রতারণা! ফাঁদ পেতে শেষে যা ঘটল)

এদিকে, ক্রেমলিনের কাছে কোনও খবর নেই যে কীভাবে নাভালনি মারা গিয়েছেন? ক্রেমলিন জানাচ্ছে, সেদেশের প্রিজন সার্ভিস এই মৃত্যু ঘিরে সব দিক খতিয়ে দেখছে। রাশিয়ার ‘ইনভেস্টিগেটিভ কমিটি’ এই মৃত্যুর কারণ খুঁজতে আপাতত ব্যস্ত। এদিকে, নাভালনির মৃত্যু ঘিরে বহু জল্পনা উঠে আসছে। রাশিয়ান সংবাদপত্রের সম্পাদক এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দিমিত্রি মুরাটভ রয়টার্সকে বলেছেন যে কারাগারে বন্দী বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যু ‘খুন’ ছিল এবং তিনি বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন যে কারাগারের পরিস্থিতিই তার মৃত্যুর কারণ হয়েছিল। নাভালনির বিরুদ্ধে ছিল ১৯ বছরেপ কারাবাসের সাজা। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল উগ্রপন্থার। যে জেলে নাভালনি বন্দি ছিলেন, সেখানের পরিস্থিতি নিয়েও বিভিন্ন রিপোর্ট উঠে আসছে। সেখানে টিকে থাকা নিয়ে আসছে বহু কঠিন পরিস্থিতির কথা। আর সেই এলাকাতেই এতদিন ছিলেন পুতিনের বিরোধী এই নেতা।

নাভালনি ২০২১ সালের জানুয়ারি থেকে রাশিয়ার কারাগারে বন্দি ছিলেন, যখন তিনি নার্ভ এজেন্ট বিষক্রিয়া থেকে জার্মানিতে সুস্থ হয়ে মস্কোতে ফিরে এসেছিলেন। যে ঘটনায় তিনি ক্রেমলিনকে দায়ী করেছিলেন। গ্রেফতারির আগে, তিনি সরকারী দুর্নীতির বিরুদ্ধে প্রচার চালান এবং ক্রেমলিন বিরোধী বড় ধরনের বিক্ষোভ সংগঠিত করেন। তারপরই পুতিনের রাশিয়ায় তিনি গ্রেফতার হন।