Sukanta Majumdar Latest Update: কোমরে জড়ানো বেল্ট, হুইলচেয়ারে করে হাসপাতাল ছাড়লেন সুকান্ত মজুমদার

হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনদিন হাসপাতালে ভরতি ছিলেন তিনি। গতকাল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দেখাও করে আসেন তাঁর সঙ্গে। আর আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল সুকান্তকে। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন সুকান্ত। সেখান থেকে তাঁকে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। বিজেপির অভিযোগ, পুলিশি হেনস্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন সুকান্ত। যদিও তৃণমূল কংগ্রেস দাবি করে, সুকান্তর অসুস্থতা পূর্ব পরিকল্পিত ছিল। বিজেপির রাজ্য সভাপতির পা ধরে টেনে ফেলে দিয়েছে দলেরই এক মহিলা কর্মী। (আরও পড়ুন: সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হবে এবার? বিধানসভায় পে কমিশন নিয়ে বড় মন্তব্য CM-এর)

আরও পড়ুন: ‘যেখানে সেখানে হাত’, উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে ছাত্রীদের ‘পোশাক খুলিয়ে’ তল্লাশি

উল্লেখ্য, বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে গত কয়েকদিন ধরে চিকিৎসা চলছিল সুকান্তর। আজ সেখান থেকে সুস্থ হয়ে ছড়া পেলেন তিনি। হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা যায় সুকান্তকে। তাঁর কোমরে একটি বেল্ট ছিল। পরনে ছিল সবুজ সোয়েটার, পায়ে কালো ট্রাউজার। সেখানে উপস্থিত অনেকের দিকে হাত নাড়েন সুকান্ত। সাংবাদিকরা সুকান্তকে প্রশ্ন করেন তাঁর শারীরিক অবস্থা নিয়ে। জবাবে শুধু সুকান্ত হাত নেড়ে বুঝিয়ে দেন, আপাতত ঠিক আছেন তিনি। এরপরে তিনি গাড়িতে উঠে যান। তাঁকে ধরে গাড়িতে তোলা হয়। এদিকে সুকান্তের দিকে ফুল ছুড়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা। অনেকে তাঁর হাতে ফুলের তোড়াও তুলে দেন।

বুধবার উত্তর ২৪ পরগনার টাকিতে অসুস্থ হয়ে পড়েছিলেন সুকান্ত। এর আগে মঙ্গলবার থেকেই টাকির এক হোটেলে ঘাঁটি গেড়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি। সেখান থেকে সরস্বতী পুজো করে সন্দেশখালির পথে যাওয়ার কথা ছিল সুকান্তর। সেই মতো ইছামতীর পাড়ে সরস্বতী পুজো করেন সুকান্ত মজুমদার। অবশ্য বিজেপি অভিযোগ করে, তাদের সরস্বতী প্রতিমার হাত ভেঙে দেয় পুলিশ। সেই নিয়ে একপ্রস্ত বিক্ষোভের পর গাড়িতে উঠে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করেন সুকান্ত। তবে সুকান্ত এবং অন্যান্য বিজেপি নেতাদের বাধা দেয় পুলিশ। এর পর পুলিশের গাড়ির বনেটে উঠে আধিকারিকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন সুকান্ত। অভিযোগ, তখন তাঁকে টেনে নামানোর চেষ্টা করেন এক পুলিশকর্মী। চলতে শুরু করে পুলিশের গাড়িটি। সেই সময় বনেট থেকে পড়ে জ্ঞান হারান সুকান্ত। যদিও শাসকদলের পালটা দাবি, বিজেপি কর্মীই সুকান্ত পা টেনে তাঁকে ফেলে দেয়। এই ঘটনায় একাধিক বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতারও করেছে।