Pulwama Martyrs Tattoos: ইয়াদ করো কুরবানি! ৪০ জন পুলওয়ামা শহিদের নাম ট্যাটু করিয়ে দেশপ্রম প্রকাশ ব্যক্তির

১৪ই ফেব্রুয়ারি, প্রেমীদের ভালোবাসা প্রকাশের দিন, আর দেশপ্রেমীদের জীবনদানের দিন। ২০১৯ সালের এই দিনেই সারা দেশে অন্ধকার নেমে এসেছিল। পুলওয়ামা হামলায় শহিদ হয়েছিলেন ৪০ জন সৈনিক। এবার তাঁদের কথা স্মরণ করেই, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজস্থানের একজন ব্যক্তি ১৪ ফেব্রুয়ারি তারিখে নিজের পিঠে ওই ৪০ জন শহিদের নামের ট্যাটু করেছেন।

ভিলওয়ারা জেলার আগরপুরা গ্রামের বাসিন্দা নারায়ণ নিজের পিঠে দেশের প্রকৃত নায়কদের নামের ট্যাটু করেছেন। শহিদ স্মৃতির ট্যাটু ছাড়াও পিঠে ভারতীয় পতাকা ও বুকে ভগৎ সিংয়ের ছবিও ট্যাটু করিয়েছেন নারায়ণ। এই অনন্য কাজটি করে নিশ্চিতরূপে নারায়ণ দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এককথায় বলতে গেলে, তিনিই তরুণদের অনুপ্রেরণা।

এ প্রসঙ্গে, নারায়ণ জানিয়েছেন যে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে চেয়েছিলেন কিন্তু কোনও কারণে তা সম্ভবপর হয়ে ওঠেনি, সেই কারণেই ভারতীয় তরুণদের কাছে নিজের মতো করে দেশপ্রেমের বার্তা পৌঁছে দিতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। নারায়ণের কথায়, ‘১৪ ফেব্রুয়ারি সবাই ভালোবাসা দিবস পালন করে কিন্তু দেশের এই প্রেমিকরা তাঁদের জীবনের পরোয়া না করে নিজেদের বিসর্জন দিয়েছেন। যতদিন আমি বেঁচে আছি, এই সমস্ত দেশপ্রেমিক এবং ৪০ জন শহিদের নাম আমার শরীরে জীবিত থাকবে এবং আমি তাঁদের সর্বদা মনে রাখব যে তাঁরা কীভাবে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।’

  • ঠিক কী হয়েছিল ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি

১৪ ফেব্রুয়ারি, ২০১৯ সাল, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা অঞ্চলের লেথাপোরাতে একটি সন্ত্রাসী হামলা হয়েছিল। সন্ত্রাসীরা দেশের নিরাপত্তা কর্মীদের উপর আক্রমণ করেছিলেন। এই হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছিলেন। সিআরপিএফ জওয়ানদের একটি বাসে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছিল। এই সংঘর্ষের পর প্রচণ্ড বিস্ফোরণ এর কারণে ঘটনাস্থলেই বাসে থাকা সেনাদের মৃত্যু হয়েছিল।

পুলওয়ামা হামলার প্রতিশোধ নিতে ভারত মাত্র ১২ দিনের মধ্যে পাকিস্তানের বালাকোটে জইশ সন্ত্রাসী শিবিরে হামলা চালিয়েছিল। ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামা হামলার ঠিক একদিন পরে, নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পাকিস্তানের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কথা জানানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এরপর উরি হামলা শেষে সার্জিক্যাল স্ট্রাইকও করা হয়েছিল।

উল্লেখ্য, রাজস্থানের বিকানের জেলার গোপাল শরণও ভারতীয় পতাকা সহ পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানদের নামে ট্যাটু করিয়েছেন পিঠে। গোপালের পিঠে মোট ৭১ জনের নাম রয়েছে, যার মধ্যে পুলওয়ামায় শহিদ সৈন্যদের নামের পাশাপাশি ১৮ ফেব্রুয়ারিতে শহিদ সেনাদের নামও রয়েছে।