West Bengal Transport Tax: গাড়ির করে বিরাট ছাড়! বিল পাশ বিধানসভায়, সুযোগ হাতছাড়া করবেন না

গাড়ির করে বেশ ভালোরকম ছাড়। আর সেই বিল পাশ হল বিধানসভায়। এনিয়ে শনিবার বিধানসভায় দুটি বিল পাশ করা হয়েছে। ব্যক্তিগত গাড়ি ও বাণিজ্যিক গাড়ি উভয়ের ক্ষেত্রেই এই কর ছাড় থাকবে।

এদিকে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, নতুন কর কাঠামোতে যদি ১০ শতাংশও আদায় করা যায় তবে রাজ্য সরকারের ৯০০ থেকে হাজার কোটি টাকা পর্যন্ত আয় হতে পারে। এদিকে ইতিমধ্য়েই ওয়েভার স্কিমও চালু করেছে পরিবহণ দফতর। এই ব্যবস্থার মাধ্য়মে গাড়ির মালিকরা বকেয়া কর জমা দিলে জরিমানা মকুব করা হচ্ছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস ধরে নতুন স্কিমটি চালু হয়েছে। এই নয়া স্কিমের প্রতি আকৃষ্ট হয়েছেন অনেকেই। কারণ এই নয়া স্কিমের মাধ্য়মে সামগ্রিকভাবে পরিবহণ দফতর ও সাধারণ গাড়ির মালিক উভয়েরই সুবিধা হবে।

সূত্রের খবর, একাধিক ধাপের মাধ্য়মে এই কর ছাড়ের বিষয়টি থাকবে। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে ১০ বছরের কর একসঙ্গে জমা দিলে ৪০ শতাংশ ছাড় মিলবে। এককালীন যদি কেউ ৫ বছরের কর জমা দিয়ে দেন তবে সেক্ষেত্রে ৩০ শতাংশ ছাড় মিলবে। যদি তিন বছরের কর একসঙ্গে দিতে চান তবে ছাড় মিলবে ১৫ শতাংশ। অন্যদিকে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে একসঙ্গে যদি ১০ বছরের কর দিয়ে দেন তবে কর ছাড় অনেকটাই হতে পারে। তবে এই ছাড়ের আকর্ষণে অনেকেই চাইবেন যে তাঁর গাড়ির কর যাতে মিটিয়ে দেওয়া যায়। এর জেরে সরকারের রাজস্ব বাড়তে পারে। সুবিধা হবে পরিবহণ দফতরের। সেই সঙ্গে সামগ্রিকভাবে সুবিধা হবে গাড়ির মালিকদেরও। তাঁরাও অনেকটাই কর ছাড় পাবেন।

তবে ওয়েভার স্কিমের প্রথম দিকে ভালো সাড়া পড়েছিল। তারপরই এল একেবারে বড় ছাড় গাড়ির করে। এনিয়ে বিল পাসও হল। এটা এবার কতটা সফল হয় সেটাই দেখার। তবে ওয়েভার স্কিমের ক্ষেত্রেও দেখা গিয়েছিল একাধিক দামী গাড়ির মালিকরা গাড়ির কর ঠিকঠাক মেটাচ্ছেন না। এর জেরে তারা বরাবরের মতো কর ফাঁকি দিচ্ছেন। এবার তারা এই নয়া ছাড়ের ঘোষণার পরে কতটা কর মেটান সেটাও দেখার।

তবে আশা করা হচ্ছে এই কর ছাড়ের ঘোষণার পরে গাড়ির মালিকদের বড় সুবিধা হতে পারে। এর জেরে এবার এই নয়া কর কাঠামোতে একদিকে সরকার ও অন্যদিকে গাড়ির মালিক উভয়েরই সুবিধা হবে।