R Ashwin’s withdrawal leaves India with 10 players for 3rd Test vs England: What ICC rules say about substitute fielder

রাজকোট: মা অসুস্থ। তাই তৃতীয় টেস্টেই মাঝপথ থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। গতকাল মাঠেই ছিলেন ডানহাতি অফস্পিনার। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে প্রথম আঘাতও হেনেছিলেন তিনিই। টেস্টে ৫০০ উইকেটের মালিক হয়েছেন। কিন্তু ঠিক তার পরের দিনই আচমকা নিজেকে ম্য়াচ থেকে সরিয়ে নেন অশ্বিন। কিন্তু এই পরিস্থিতিতে ভারতীয় শিবিরে অশ্বিনের বদলি কি কেউ ঢুকতে পারবেন? নাকি ১০ জনেই খেলতে হবে টিম ইন্ডিয়াকে? আইসিসির নিয়ম কী বলছে?

আইসিসির নিয়ম

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী-কোনও প্লেয়ার যদি কোভিড আক্রান্ত হন, তবে তাঁর বদলি হিসেবে কাউকে দলে ঢুকিয়ে নেওযা যাবে। অথবা কেউ গুরুতর চোট পেলে কনকাশনের নিয়ম রয়েছে। কিন্তু কোনও এই দুটো কারণের বাইরে যদি কেউ খেলার মাঝে বেরিয়ে যান, তবে সেক্ষেত্রে সেই দল আর কোনও প্লেয়ারকে দলে নিতে পারবে না। অর্থাৎ অশ্বিন বেরিয়ে যাওয়ায় আজ নিয়ে বাকি ২ দিনও পরিবর্ত হিসেবে কোনও প্লেয়ারকে দলে নেওয়া যাবে না। সেক্ষেত্রে ১০ জন প্লেয়ার নিয়েই মাঠে নামতে হবে রোহিত শর্মাকে। 

এদিকে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল নিজের সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছেন, ”অশ্বিনের মায়ের দ্রুত সুস্থতা কামনা করি। এমন পরিস্থিতিতে ওকে দ্রুত রাজকোট টেস্টের মাঝেই চেন্নাই ফিরে যেতে হয়েছে। অশ্বিন চেয়েছে ওর মায়ের সঙ্গে থাকতে।”

 

উল্লেখ্য, এই টেস্টে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। ভারতীয় দল প্রথম ইনিংসে বোর্ডে ৪৪৫ রান তুলে নেয়। জবাবে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ৫ উইকেট হারিয়ে রান তুলে নিয়েছে ইংল্যান্ড। বেন ডাকেট ১৫৩ রান করে ফিরে যান এদিন কুলদীপের শিকার হয়ে। জনি বেয়ারস্টো খাতাই খুলতে পারেননি। জো রুট ফের একবার ব্যর্থ হলেন। ক্রিজে সেট হয়েও শেষ পর্যন্ত ১৮ রান করে বুমরার বলে ক্যাচ আউট হয়ে যান তিনি। গতকালই জ্যাক ক্রলি ১৫ রান করে ফিরেছিলেন। দিনের শেষ বেলায় ৩৯ রান করে সিরাজের বলে লেগবিফোর হয়ে ফেরেন ওলি পোপ।

আরও দেখুন