Hajj Yatra 2024: হজের নামে সৌদি আরবে গিয়ে ভিক্ষা করলেই ৭ বছরের জেল

হজে গিয়ে কেউ ভিক্ষা করলে তাঁকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়ে দিল সৌদি বিচারবিভাগ। সৌদি আরবে হজে গিয়ে ভিক্ষারত অবস্থায় ধরা পড়লে ৭ বছরের কারাবাস ও ৫০ লক্ষ সৌদি রিয়াল জরিমানা দিতে হবে তাঁকে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা।

প্রতি বছর হজে গিয়ে সৌদি আরবে ভিক্ষাবৃত্তি করেন বহু দরিদ্র দেশের মুসলিমরা। হজের সময় গোটা পৃথিবী থেকে কোটি কোটি মুসলিম সমবেত হন মক্কা ও মদিনায়। সেই সুযোগে অনেকে হজে যাওয়ার নাম করে ভিসা আদায় করে সেখানে ভিক্ষাবৃত্তি করেন বলেও অভিযোগ। সৌদি প্রশাসনের তরফে জানানো হয়েছে, এভাবে বিনা অনুমতিতে হাজিদের কাছ থেকে অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি। তাই অর্থ তছরূপ আইনের ধারায় ভিক্ষাবৃত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে।

সৌদি বিচারবিভাগের তরফে জানানো হয়েছে, এই অপরাধে ৭ বছরের কারাদণ্ড হতে পারে। হতে পারে ৫০ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা। কারাবাস ও জরিমানার সাজা একসঙ্গেও হতে পারে।

সৌদি প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর এশিয়া ও আফ্রিকার বিভিন্ন গরিব দেশ থেকে সাধারণ মানুষ হজের সময় সৌদি আরবে ভিক্ষাবৃত্তি করতে আসেন। এভাবে মোটা টাকা উপার্জন করে দেশে ফিরেও যান তাঁরা।

ইসলামের বিধি অনুসারে প্রত্যেক আর্থিকভাবে সক্ষম ব্যক্তির জীবনে অন্তত ১ বার হজে যাওয়া বাধ্যতামূলক। চলতি বছর জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে হজ হতে পারে। তার আগেই সৌদিকে ভিক্ষাবৃত্তি নিয়ে কড়া মনোভাব জানিয়ে দিল সেদেশের বিচারবিভাগ।