New Medical College: রাজ্যে ফের তিনটি মেডিক্যাল কলেজ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, হবে কোথায়?

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে রাজ্য়ের স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিতে বিরাট ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্যে তিনটি নতুন মেডিক্যাল কলেজ নির্মাণের ঘোষণা করেছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কোথায় হবে এই তিন মেডিক্যাল কলেজ?

মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ, আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং বারাসতে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি করা হবে। রাজ্যের স্বাস্থ্য মানচিত্রে নয়া পালক যুক্ত হবে। এদিকে এই মেডিক্যাল কলেজকে ঘিরে বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হন। সেই সঙ্গেই একটি মেডিকেল কলেজ মানে ডাক্তারি পড়ুয়াদের জন্য প্রচুর আসন। আর সেখানে ভর্তির সুযোগ বাড়ে। সব মিলিয়ে মেডিক্যাল কলেজকে ঘিরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে নয়া দিশা মেলে। 

এই নতুন মেডিক্যাল কলেজগুলিতে মুর্শিদাবাদ, দুই বর্ধমানের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে পড়ুয়ারা এসে ভর্তি হতে পারবেন। পাশাপাশি মেডিক্যাল কলেজকে কেন্দ্র করে সংশ্লিষ্ট হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামোও বৃদ্ধি পাবে। 

বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন বাংলার মুখ্য়মন্ত্রী। তিনি জানিয়েছেন, ৩১ একর জায়গার উপর এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। এই বিশ্ববিদ্যালয় তৈরিতে ৩৬৭ কোটি টাকা খরচ করা হয়েছে। এদিকে দেউচা পাচামিতে খনি তৈরির কাজের প্রক্রিয়া চলছে। আর দেউচা পাচামিতে খনির জন্য যারা জমি দিচ্ছেন তাদেরও ক্ষতিপূরণের টাকা তুলে দেন তিনি। সব মিলিয়ে এদিন মমতা ৫৬০জনকে ক্ষতিপূরণের চেক দেন। কয়েকজনকে চাকরির নিয়োগপত্রও দেওয়া হয়েছে। 

বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। গ্রামীণ এলাকার একাধিক রাস্তা, সেতু তৈরি করার কথা উল্লেখ করেন মমতা। পানাগড়, ইলামবাজার, দুবরাজপুরে রাস্তার উন্নয়নের জন্য সব মিলিয়ে ১০৭ কোটি, ৭৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মমতা। পথশ্রী ২ প্রকল্পের আওতায়  সিউড়ি ১, ইলামবাজার, শ্রীনিকেতন, লাভপুর, সাঁইথিয়া, নানুর, দুবরাজপুর, মহম্মদবাজার মিলিয়ে ৮৫ কিমি রাস্তা তৈরির কথা জানান মুখ্য়মন্ত্রী। এই রাস্তা তৈরি করতে ২৩ কোটি ৩১ লাখ টাকা খরচ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।