Mustafizur Rahman Got Hit By A Ball In Bangladesh Premier League Net Session Rushed To Hospital

চট্টগ্রাম: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (Bangladesh Premier League) সোমবার, ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হওয়ার কথা। তার আগেই বড় ধাক্কা। কুমিল্লার অনুশীলনে মাথায় আঘাত পেলেন দলের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান (Mustrafizur Rahman)। ২৮ বছর বয়সি তারকা ক্রিকেটারের মাথার বাঁ-দিকে বলের আঘাত লাগে। সেই আঘাতের জেরে মুস্তাফিজুরের মাথায় ক্ষতের সৃষ্টি হয় বলেও জানানো হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও জাহিদুল ইসলামই জানান যে বল লাগার পর মুস্তাফিজুরের মাথার বাঁ-দিক কেঁটে গিয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনিই। জাহিদুল বলেন, ‘অনুশীলনের সময় একটি বল সোজাসুজি এসে মুস্তাফিজুরের মাথার বাঁ-দিকে লাগে। ওর মাথার এক জায়গায় ক্ষতের সৃষ্টি হয়। আমরা কম্প্রেশন ব্য়ান্ডেজ দিয়ে কোনওক্রমে রক্তক্ষরণ বন্ধ করি এবং তড়িঘড়ি ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

তবে সিটি স্ক্যানের পর জানা গিয়েছে যে মুস্তাফিজুরের ক্ষতটা  শুধু বহিরাগতই। ‘সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে ওর কেবল মাথার বাইরেই চোট লেগেছে। ভিতরের দিকে কোনওরকম রক্তক্ষরণ হচ্ছে না। আপাতত ওর ক্ষতে ব্যান্ডেজ করা হয়েছে। আমরা ওকে যখন হাসপাতালে নিয়েও যাচ্ছিলাম, তখনও ওকে দেখে কিন্তু সুস্খই লাগছিল।’ জানান জাহিদুল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: রাজকোটে যশস্বীর যশে ছারখার ইংল্যান্ড, ভাঙল বিশ্বরেকর্ডও