Gangtok Tour: গ্যাংটকে বহুতল পার্কিং লট, সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, আরও সুবিধা হবে পর্যটকদের

সন্তানদের পরীক্ষা শেষ হলেই অনেকেরই পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে। কেউ যান দার্জিলিংয়ে। কেউ আবার গ্য়াংটকে। তবে কিছুক্ষেত্রে দেখা যায় পর্যটনের ভরা মরসুমে  গ্য়াংটকে যানজট যেন লেগেই থাকে। তবে এবার নয়া ব্যবস্থা হয়েছে গ্যাংটকে। যার জেরে অতীত হবে যানজট। মনের সুখে পাহাড়ে বেড়াতে যান। যানজটে ফেঁসে গিয়ে আর আপনাকে হাঁসফাঁস করতে হবে না। 

গ্যাংটকে তৈরি করা হয়েছে হাইড্রোলিক পার্কিং লট। গ্যাংটকের এমজি মার্গের পাশেই আরিথান এলাকায় তৈরি করা হয়েছে  পার্কিং লট। তবে এটা যেমন তেমন নয়, একেবারে অতি আধুনিক। বহুতল পার্কিং লট। সিকিমের মুখ্য়মন্ত্রী প্রেম সিং তামাং এই পার্কিং লটের উদ্বোধন করেন। পর্যটকদের যাতে কোনও সমস্য়া না হয় সেটা নিশ্চিত করার ব্যাপারেও জানিয়েছেন সেখানকার মুখ্য়মন্ত্রী। 

আসলে সিকিমের অর্থনীতির একটা বিরাট অংশ পর্যটনের উপর নির্ভর করে আছে। পর্যটকরা সিকিমের কাছে লক্ষ্মী। তাঁদের যাতে কোনও সমস্যা না হয় সেটা  বরাবর খেয়াল রাখে সিকিম সরকার। এবার যানজট থেকেও মুক্তি মিলবে অনেকটাই। এবার মনের সুখে ঘুরতে যান। 

প্রায় ৩.৭৫ লাখ বর্গফুট এলাকা জুড়ে তৈরি হয়েছে এই পার্কিং লট। এটা বহুতল পার্কিং লট। আইআইটি গুয়াহাটি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই পার্কিং লট তৈরিতে সহযোগিতা করেছেন। ভূমিকম্পের জেরে এই পার্কিং লটের যাতে কোনও ক্ষতি না হয় সেকারণে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২৬ বছরের লিজে পিপিপি মডেলে এই পার্কিং লটের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি সংস্থাকে। ১৯৬ কোটি টাকা ২৬ বছরের জন্য লিজে এটা দেওয়া হয়েছে।

এদিকে গ্যাংটক শহরকে আরও পর্যটক বান্ধব হিসাবে গড়ে তোলা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে এবার গড়ে তোলা হল আধুনিক পার্কিং লট। এদিকে ওদিক গাড়ি না রেখে একেবারে নির্দিষ্ট জায়গায় রাখা হবে গাড়ি। এর জেরে সেই যানজটে ফেঁসে যাওয়ার ঘটনা কমবে অনেকটাই। সব মিলিয়ে এবার গ্যাংটক বেড়াতে গেলে বাড়বে আরও স্বাচ্ছন্দ্য। কারণ পাহাড়ি এই শহরে যানজট একটা বড় সমস্য়া। মূলত পর্যটকদের গাড়ির সংখ্য়া যখন বাড়তে থাকে তখনই যানজট যেন মাত্রা ছাড়া হয়। তবে এবার সেখানে গড়ে উঠল আধুনিক পার্কিং লট।আইআইটি গুয়াহাটি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই পার্কিং লট তৈরিতে সহযোগিতা করেছেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।