IPL 2024 Schedule Likely to be Announced in Phases Because of General Elections get to knowI

মুম্বই: কবে থেকে শুরু হতে চলেছে আইপিএল (IPL 2024)? এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, পুরো টুর্নামেন্টের সূচি একসঙ্গে ঘোষণা করা হবে না হয়ত। সেক্ষেত্রে দুটো ভাগে ঘোষণা করা হতে পারে আইপিএলের সূচি (IPL 2024 Fixture)। আসলেই মার্চের শেষের দিক থেকে লোকসভা ভোটের (Loksabha Election) গর্ভনিং কাউন্সিলের তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আলোচনার স্তরে রয়েছে পুরো বিষয়টাই। তবে সূত্রের খবর, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে পারে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে সূচি নির্দিষ্টভাবে ঘোষণা করা হবে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরই। আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে অরুণ ধুমার জানিয়েছেন, ”আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করছি এবং কমবেশি সব সম্ভাবনাই খতিয়ে দেখছি। ভোটের সময়সূচি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ভারতের নির্বাচন কমিশনের কাছ থেকে স্পষ্টতা ও ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছি আমরা। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই সেই মত আমরা সূচি ঘোষণা করব। কারণ কোন রাজ্য ভোটের জন্য কীভাবে খেলার আয়োজন করবে, সেগুলো আলোচনা সাপেক্ষ।”

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের আইপিএলের সময়ও এমনটা হয়েছিল। সাতটি পর্যায়ে লোকসভা ভোট চলছিল। ফলে প্রথম দুটো সপ্তাহের প্রথম আইপিএলের সূচি ঘোষণা করেছিল বিসিসিআই। এদিকে, আইপিএলের আগেই নিজেদের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে সব দলগুলোই। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে বেছে নেওযা হয়েছে আগেই হার্দিক পাণ্ড্য। এবার কলকাতা শিবিরে সুযোগ পেলেন শ্রীলঙ্কার তারকা পেসার দুষ্মন্ত চামিরা। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসনের পরিবর্ত হিসেবে বেছে নেওয়া হয়েছে চামিরাকে। সোমবার আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৫০ লক্ষ টাকার ন্যূনতম দরে দলে নেওয়া হয়েছে চামিরাকে। এই প্রথম আইপিএলে খেলবেন না লঙ্কা পেসার। এর আগে রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতে দেখা যাবে তারকা পেসারকে। এদিকে আইপিএলের মঞ্চে কখনও না খেলা অ্যাটকিনসনকে গত নিলামে ১ কোটি বেস প্রাইসে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু কেন তিনি নাম তুলে নিলেন আইপিএল থেকে, তা এখনও জানা যায়নি। 

এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে ভারত। আগামী শুক্রবার থেকে শুরু হবে রাঁচিতে তৃতীয় টেস্ট। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। 

আরও দেখুন