Sandeshkhali update: ‘খলিস্তানি’ মন্তব্যের জের, শুভেন্দুর দাবিকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের – Khalistani remark triggers challenge , counter challenge for Suvendu

এক পাগড়িধারী আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করার অভিযোগ উঠেছে বিজেপি কয়েকজন নেতার বিরুদ্ধে। এই মন্তব্যের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন শিখ সম্প্রদায়ের মানুষজন। মুরলি ধর লেনে বিজেপি পার্টি অফিসে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। আবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের আসানসোলের অফিসে গিয়েও বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। প্রতিবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বেই সন্দেশখালি যাচ্ছিল বিজেপি প্রতিনিধি দল। সেই সময় পুলিশ আটকে দিলে, বিজেপি নেতাদের বিরুদ্ধে এই মন্তব্য করার অভিযোগ ওঠে। শুভেন্দু বলেন, এই ধরনের কোনও মন্তব্য কেউ করেনি। তৃণমূল বলছে পরিস্থিতি ক্রমশ তপ্ত হয়ে উঠছে আন্দাজ করে ‘ড্যামেজ কন্ট্রোলে’ মাঠে নেমেছেন তিনি।

সন্দেশখালি থেকে ফেরার পথে শুভেন্দু বলেন,‘পাকিস্তানি-খলিস্তানি এ সব বলার কোনও প্রয়োজন নেই আমাদের। ওই অফিসার আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। মুখ্যমন্ত্রীর কাছে নিজের নম্বর বাড়ানোর চেষ্টা করছেন। আমি বা আমাদের সঙ্গীরা কোনও ধর্মকে আক্রমণ করে কিছু বলিনি। বলবও না। আমরা গুরু নানকজিকে প্রণাম করি। শিখ ধর্মকে সম্মান করি। দেশের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে শিখদের।’

তবে তাঁরা যে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে তাও জানিয়ে দিতে ভোলেননি। তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রবাদে বিশ্বাসী করি। দেশবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। সমস্ত বিচ্ছিন্নতাবাদীর বিরোধিতা করি।’

কী বললেন অগ্নিমিত্রা পাল

এক্স হ্যান্ডেলে ঘটনার সময়কার ভিডিয়ো পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। ওই ভিডিয়ো দেখা যাচ্ছে পুলিশে কর্তার সঙ্গে তীব্র তর্ক চলছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পুলিশকর্তা বলছেন, ‘আমি পাগড়ি পরেছি বলে আমি খলিস্তানি! আপনি আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন? আমি এর বিরুদ্ধে পদক্ষেপ করব।’ জবাবে অগ্নিমিত্রা বলছেন, ‘আমি আপনাকে খলিস্তানি বলিনি। আমি বলেছি আপনি পুলিশ। পুলিশ মতো কাজ করুন।’

পরে অবশ্য অগ্নিমিত্রা এক্স পোস্ট করে লিখেছেন, কেউ কাউকে খলিস্তানি বলে ডাকেনি। যদি কোনও প্রমাণ থাকে তবে পুরো ভিডিয়োটা পোস্ট করুন।

যা বলল তৃণমূল

তৃণমূলের দাবি শুভেন্দু বা অগ্নিমিত্রা যা বলছেন তা ঠিক নয়। তৃণমূল নেত্রী সুস্মিতা দেব সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিজেপি সাম্প্রদায়িক দল। ওই শিখ অফিসারকে খালিস্তানি বলে সেটাই তারা আবারও প্রমাণ করল। এর জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি নড্ডার ক্ষমা চাওয়া উচিত।’

তৃণমূলের পক্ষ থেকে ফের একটি টিভি চ্যানেলের ফুটেড পোস্ট করা হয়। ভিডিয়োটি পোস্ট করেন শাসকদলের আইটি সেলের অন্যতম নেত্রী অদিতি গায়েন। সেখানে শোনা যাচ্ছে একটি পুরুষ কণ্ঠে ‘খালিস্তানি’ শব্দটি। যেটি মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারীর। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইম বাংলা।