Deb at ED Office: ‘কোনও অসৎ কাজ করিনি, তাই…,’ সকাল ১১টায় দিল্লিতে ইডির অফিসে হাজির হয়ে বললেন দেব

শুটিং বন্ধ রেখেই নির্ধারিত সময় অনুযায়ী দিল্লিতে ইডি-র অফিসে পৌঁছে গেলেন দেব। বুধবার সকাল ১১টা নাগাদ তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজির হন। এর আগে তিনি জানিয়েছিলেন, ইডি তদন্তে তিনি সব রকম সহযোগিতা করবেন। সেই মতো তিনি ইডি অফিসে পৌঁছে যান।

অফিসে ঢোকার আগে সাংবাদমাধ্যমের মুখোমুখী হয়ে তিনি জানান, তাঁকে কোনও নথি নিয়ে যেতে বলা হয়নি। শুধু ডেকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, দেবের বিরুদ্ধে অভিযোগ, গরুপাচার কাণ্ডে অভিযুক্ত এনামূল হকের থেকে সিনেমা করার জন্য টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

এদিন দিল্লিতে ইডি অফিসে ঢোকার সময় তিনি বলেন,’আমি কোনও অসৎকাজ করিনি। তাই ভয় পাচ্ছি না। যতবার ইডি ডাকবে ততবার আসব। আজও শুটিং বাতিল করে এসেছি।’ তাঁকে জিজ্ঞাসা করা হয়, লোকসভা নির্বাচনে তিনি আবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন। সে কারণেই তাঁকে ইডি ডাকল। এই ধরনের কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি দেব।

আরও পডুন। আধার নিষ্ক্রিয়তা নিয়ে রাজ্যের কাছে একদিনে জমা পড়ল কত অভিযোগ? সামনে এল তথ্য

এর আগে তাঁর ২০২২ সালে ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে দেবকে তলব করে সিবিআই। তাঁকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। পরে সিবিআই অফিস থেকে বেরোনোর সময় অভিনেতা বলেন, ‘একজনকে চিনি কিনা তা নিয়ে জানতে চেয়েছিল। আমি আমার বক্তব্য জানিয়েছি। মন হয় আর ডাকবে।’

আরও পড়ুন। ‘আধার নিষ্ক্রিয়তায় BJP-র বিরুদ্ধে চলে যেতে পারে বাংলা’, শঙ্কিত শুভেন্দুর চিঠি মোদীকে

দেব ভোটে দাঁড়াবেন কী দাঁড়াবেন না, তা নিয়ে জল্পনার মাঝেই সম্প্রতি আরামবাগের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে দেন তিনি রাজনীতি থাকছেন। তারপরই ফের ইডির চিঠি আসে তাঁর কাছে। তিনি জানিয়ে দেন ইডি যতবার ডাকবে ততবার তিনি যাবেন। সেই মতো বুধবার দিল্লি অফিসে গেলেন দেব। 

প্রসঙ্গত, ২০২৩ সালে দেবের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ। তাঁর অভিযোগ ছিল, গরুপাচার কাণ্ডে অভিযুক্ত এনামূল হকের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়ে সিনেমা বানিয়েছেন দেব। পাল্টা জবাব দিয়ে তিনি বলেন তথ্য-প্রমাণ থাকলে ইডি সিবিআই-এর কাছে যান তিনি। তার পর আর তাঁকে ইডি-সিবিআই তলব করেনি। পরে তিনি রাজনীতি থেকে যাওয়ার কথা ঘোষণা করতেই, ফের তাঁকে ইডি তলব করে। বিষয়টি কাকতালীয় মানতে নারাজ তৃণমূল, তাঁদের দাবি রাজনৈতিক উদ্দেশ্যোপ্রণদিত এই তলব।