Kidney Surgery: কিডনিতে অস্ত্রোপচারের পরে স্বাভাবিক জীবন পাবেন রোগী, বড় আবিষ্কার বিজ্ঞানীদের

২০৩০ সালের মধ্যে ডায়ালাইসিস রোগীর সংখ্যা ৪.৯ মিলিয়নে এসে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে। কিডনি ফেলিয়োর আজকের সমাজে একটি বড় সমস্যা। একবার কিডনিতে অস্ত্রোপচার করা হয়ে গেলে যাবতীয় জীবনযাত্রায় ফিরতে পারেন না অধিকাংশ মানুষই। এবার এই সমস্ত অসুবিধা থেকে মুক্তি দিতেই এবার কিডনি প্রতিস্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা নিয়ে হাজির বিজ্ঞানীরা। দ্য জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ – ইন্ডিয়ার কর্মকর্তাদের মতে কিডনির রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা হতে চলেছে এটি।

পরিবার, কাজ এবং সামাজিক ক্রিয়াকলাপে ব্যস্ততা পরিমাপ করে ২০ টি দেশের ২৪৯ জন, যাঁরা এরই মধ্যে কিডনি প্রতিস্থাপন করিয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলে একটি কর্মশালার মাধ্যমে তৈরি করা হয়েছে সরঞ্জামটি। নাম SONG-LP। এই টুল সম্পর্কে বলতে গিয়ে, ভারতের জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের নির্বাহী পরিচালক প্রফেসর বিবেকানন্দ ঝা বলেন, ‘SONG-LP টুলটি কিডনি প্রতিস্থাপন গ্রহীতাদের জন্য ব্যবহারকারী-বান্ধব হওয়ার মতো করেই ডিজাইন করা হয়েছে। এটি রোগীদের জন্য ব্যবহার করা সহজ।’

ভারত, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়ার গবেষকরা কিডনি প্রতিস্থাপনের পরে রোগীদের জীবনের সঙ্গে জড়িত থাকার ক্ষমতা পরিমাপ করার জন্য এই ব্যবহারকারী-বান্ধব টুল তৈরি করেছেন। এই টুলটি সেই সমস্ত প্রাপ্তবয়স্ক, যাঁদের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে, তাঁদের জন্য একটি বিশেষ প্রশ্নাবলীর আকারে রয়েছে যাদের। তাঁদের জীবনের চারটি দিক সম্পর্কে জিজ্ঞাসা করে প্রশ্নাবলী – অবসর, পরিবার, কাজ এবং সামাজিক কার্যকলাপ। এই চারটি দিকের উত্তর দিতে ব্যবহার করা হয়েছে দুটো স্কেল, যথাক্রমে ০ (কখনও না) থেকে ৪ (সর্বদা) পর্যন্ত। চারটি উত্তরের গড় করলে মোট স্কোর আসে।

বিবেকানন্দ ঝা আরও বলেছেন যে, মৃত্যুহার, অক্ষমতা এবং আর্থিক ব্যয়ের ক্ষেত্রে একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা হল দীর্ঘস্থায়ী কিডনি রোগ (CKD)। বিশ্বব্যাপী, সাধারণ জনসংখ্যার প্রায় ১৩ শতাংশের কোনও না কোনও ধরনের CKD রয়েছে। বর্তমানে, শেষ পর্যায়ের কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য শুধুমাত্র দুই ধরনের চিকিৎসা রয়েছে। সেগুলি যথাক্রমে রেনাল ডায়ালাইসিস এবং কিডনি প্রতিস্থাপন। আর এই কিডনি প্রতিস্থাপনের বিষয়টি আরও সুবিধাজনক করে তুলতে ভারত, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের বিজ্ঞানীরা বিশেষ সরঞ্জাম তৈরি করেছেন।