Sandeshkhali Update: আমাদের বাঁচান! গাড়ি দাঁড় করিয়ে উপজাতি কমিশনের পায়ে লুটিয়ে পড়লেন গ্রামবাসীরা

সন্দেশখালি সফরে এসে অভূতপূর্ব অভিজ্ঞতা হল জাতীয় উপজাতি কমিশনের সদস্যদের। গাড়ি দাঁড় করিয়ে তাঁদের অভিযোগ জানালেন গ্রামবাসীরা। সহায় সম্বল ফেরত পাইয়ে দেওয়ার আবেদন জানিয়ে কমিশনের সদস্যদের পা জড়িয়ে কাঁদতে শুরু করলেন গ্রামের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে ন্যাজাটের রাজবাড়ি মোড়ের কাছে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: জবাবদিহি চেয়েছিলেন ফিরহাদ, এবার তৃণমূল কাউন্সিলর অনন্যার বিরুদ্ধে দায়ের এফআইআর

এদিন সন্দেশখালি সফর সেরে বিকেলে কলকাতা ফিরছিলেন উপজাতি কমিশনের ৩ সদস্যদের প্রতিনিধিদল। রাজবাড়ি মোড়ের কাছে রাস্তা আটকে তাদের কনভয় আটকান গ্রামবাসীরা। গাড়ি থেকে নেমে আসেন কমিশনের প্রতিনিধিরা। এর পর কাঁদতে কাঁদতে কমিশনের প্রতিনিধিদের পায়ে লুটিয়ে পড়েন। শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর অত্যাচারের কথা কমিশনের প্রতিনিধিদের জানান তাঁরা। জানান কী ভাবে তাঁদের ভিটেমাটি লুঠ করেছে তৃণমূলের দুষ্কৃতীরা।

গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর কমিশনের এক প্রতিনিধি বলেন, আমরা অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে পদক্ষেপ করতে বলব। পুলিশ নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ করব। গণতন্ত্রে এটা চলতে পারে না। এর পর ফের কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন তাঁরা।

আরও পড়ুন: কলকাতা পুরসভার হলুদ লাইনকে থোরাই কেয়ার, নতুন করে বসে পড়ল হকাররা

এদিন সন্দেশখালির বিভিন্ন জায়গায় ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন উপজাতি কমিশনের প্রতিনিধিরা। কমিশনের প্রতিনিধিদের পেয়ে আরও একবার তাঁদের ওপর বছরের পর বছর ধরে চলা অত্যাচারের কাহিনী বর্ণনা করেন নির্যাতিতরা। কী ভাবে গায়ের জোরে জমি দখল করে শাহজাহান বাহিনী ভেড়ি বানিয়েছে তা জানান কমিশনের প্রতিনিধিদের। উপজাতির মানুষ ছাড়াও অন্যান্যদেরও অভিযোগ শোনেন তাঁরা। কমিশনের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতিকে রিপোর্ট দিয়ে পরিস্থিতি জানাবে তারা। এর আগে সন্দেশখালি পরিদর্শনের পর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেছে জাতীয় মহিলা কমিশন ও জাতীয় তফশিলি কমিশন।