IPL 2024 Schedule Announced Indian Premier League Start Date Match Venue Details

মুম্বই: অপেক্ষা ছিলই। কিন্তু বলা হচ্ছিল, লোকসভা ভোটের নির্ঘণ্ট দেখে ঘোষণা করা হবে ২০২৪ সালের আইপিএলের (IPL 2024) সূচি। অবশেষে সব জল্পনার অবসান ঘটল বৃহস্পতিবার। ঘোষণা করা হল আইপিএলের সূচি। তবে পুরো টুর্নামেন্টের নয়। ঘোষণা করা হল প্রথম ২১ ম্যাচের সূচি।

প্রত্যাশা মতোই ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। চেন্নাইয়ে সেদিন মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ, প্রথম দিনই মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিরাট কোহলি ধুন্ধুমার লড়াই।

কলকাতা নাইট রাইডার্সের সমর্থকেরা জানতে আগ্রহী, কবে শুরু হচ্ছে নাইটদের অভিযান? ২৩ মার্চ, অর্থাৎ, টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনই নামছে কেকেআর। এবং প্রথম ম্যাচই ঘরের মাঠে। ইডেন গার্ডেন্সে ২৩ মার্চ নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। 

শনিবার ২৩ মার্চ টুর্নামেন্টের দ্বিতীয় দিনই ডাবল ধমাকা। দুপুরের ম্যাচে মুখোমুখি পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। সেদিনই সন্ধ্যায় কেকেআর বনাম হায়দরাবাদ। ২৯ মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে কেকেআর। প্রথম ম্যাচের ৬ দিন পর। বেঙ্গালুরুতে সেদিন নাইটদের সামনে কোহলি-ফাফ ডুপ্লেসির আরসিবি। এখন থেকেই যে ম্যাচ নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। কারণ, সেই ম্যাচে ফের দুই শিবিরে থাকবেন দুই তারকা। আরসিবি-তে কোহলি। কেকেআরে মেন্টর হয়ে আসা গৌতম গম্ভীর। দুজনের সম্পর্ক নিয়ে প্রচুর জল্পনা। গত আইপিএলে মাঠেই ঝামেলায় জড়িয়েছিলেন দুই তারকা। এবার কী হবে?

 

কেকেআরের তৃতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩ এপ্রিল। তবে অ্যাওয়ে ম্যাচ হলেও, কেকেআর সেদিন ফিরোজ শাহ কোটলায় খেলবে না। যে স্টেডিয়ামের বর্তমান নাম অরুণ জেটলি স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে কাজ চলছে এবং আইপিএল শুরু হওয়ার আগে সেই কাজ শেষ হবে না। তাই কেকেআর বনাম দিল্লি ৩ এপ্রিলের ম্যাচটি হবে বিশাখাপত্তনমে। যে মাঠে হোম ম্যাচ খেলবে দিল্লি। যে ২১ ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে এই তিনটি ম্যাচই রয়েছে কেকেআরের। একটি হোম ও দুটি অ্যাওয়ে। 

এবারের টুর্নামেন্টের সূচিতে দুপুরের ম্যাচগুলি শুরু হবে ৩.৩০-এ। রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০-এ। 

আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: শুধু টেকনিক নয়, দেখাতে হবে সাহসও, বাংলার উঠতি ক্রিকেটারদের বার্তা দাদার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন