সন্দেশখালিতে শাহজাহানের নামের ওপর হল চুনকাম, দখল হওয়া মাঠ ফেরত পেলেন স্থানীয়রা

সন্দেশখালিতে শেখ শাহজাহান বাহিনীর হাতে দখল হয়ে যাওয়া মাঠ ফেরত পেলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার পুলিশের উপস্থিতিতে মাঠের দরজার তালা ভাঙে মাঠের দখল নেন স্থানীয়রা। তাঁদের দাবি, ২০২২ সালে একটি ফুটবল ট্যুর্নামেন্টে নাম করে মাঠের দখল নেয় শাহজাহান বাহিনী। তার পর থেকে সেখানে খেলাধুলা বন্ধ ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, মাঠটি আসলে অরবিন্দ মিশনের মাঠ বলে পরিচিত। সেই মাঠটির দখল নেয় শাহজাহান বাহিনী। তার পর থেকে শুধুমাত্র শাহজাহানের ঘনিষ্ঠরাই মাঠটিতে মাঝে মাঝে খেলার আয়োজন করত। বাকি সময় বন্ধ থাকত মাঠ। বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায় মাঠে ঢোকার গেটে ও পাঁচিলে শেখ শাহজাহান ফ্যান ক্লাব ফুটবল ট্যুর্নামেন্ট লেখা। সেই লেখার ওপর চুনকাম করছেন একজন ব্যক্তি। ঘটনাস্থলে হাজির বসিরহাটের পুলিশ সুপার মেহেদি হোসেন ও স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো। তাদের উপস্থিতিতেই তালা ভেঙে মাঠের দখল নেন স্থানীয়রা। এর পর মাঠে বৃক্ষরোপন করেন সুকুমারবাবু। ট্রফি এনে শুরু হয় স্থানীয়দের ট্যুর্নামেন্ট।

স্থানীয়রা জানিয়েছেন, মিশনের মাঠ দখল করে রেখেছিল শাহজাহানের বাহিনী। তালা দেওয়া থাকায় সেখানে কেউ খেলাধূলা করতে পারত না।

এদিন বিধায়ককে দেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়দের একাংশ। শাহজাহানের গ্রেফতারির দাবি তোলেন তাঁরা। বিধায়ক তাঁদের আশ্বাস দিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের অভিযোগ শোনেন।