Airport: আমি জঙ্গি!বেঙ্গালুরুতে বিমান ছাড়ার আগেই নেমে পড়লেন ছাত্র, CISF প্রশ্ন করতেই এল জবাব, তারপর…

বেঙ্গালুরুর এয়ারপোর্ট। সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র বিমানে উঠেও পড়েছিলেন। কিন্তু তারপরই তিনি নেমে পড়েন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, লখনউগামী ওই বিমান থেকে নেমে পড়েছিলেন ওই ছাত্র। টেক অফের কিছুক্ষণ আগেই তিনি নেমে পড়েন। 

সিআইএসএফ তাকে প্রশ্ন করেছিল নেমে পড়লেন কেন? তিনি জবাব দেন, আমি একজন জঙ্গি। আসলে পরীক্ষায় ফলাফল ভালো হয়নি। সেকারণে তিনি বাড়ি ফিরতে চাইছিলেন না। সেকারণেই তিনি প্লেন থেকে নেমে যাওয়ার প্ল্যান করেন। 

এদিকে যাত্রীর এই কথা শোনার পরেই বিমানবন্দরে শোরগোল পড়ে যায়। এরপরই ওই ব্য়ক্তিকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার  তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। 

ওই ছাত্র আদর্শ কুমার সিং বেঙ্গালুরুর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি লখনউতে যাওয়ার টিকিট কেটেছিলেন। কিন্তু এয়ার এশিয়ার বিমানে ওঠার পরে বুঝতে পারেন বাড়ি ফিরলে বিপদ আছে। এরপরই তিনি বিমান থেকে নেমে পড়েন। এরপরই কেবিন ক্রুরা সিআইএসএফকে জানায় গোটা ঘটনা। তারা গেটের সামনে আটকান ওই যাত্রীকে। কেন তিনি বিমান থেকে নেমে পড়েছেন সেটা প্রশ্ন করেন। এরপরই ওই ছাত্র বলেন, আমি একজন জঙ্গি। সেকারণে নেমেছি। আগের সূচি অনুসারে বিমান চলবে না। এরপরই তাকে আটক করা হয়। এরপরই তাকে জেরা করা হয়। তারপরই আসল ঘটনা সামনে আসে। 

এরপর প্রশ্ন করতেই ওই ছাত্র জানান, আমি বিটেকের ছাত্র। পরীক্ষা খারাপ হয়েছে। সেকারণে বাবা মা বলেছিল বাড়ি ফিরে এস। কিন্তু ফিরে গিয়ে করব কী!

এদিকে বাড়ির লোকজনের বকা খাওয়ার পরেই তিনি এই প্ল্যান বানান। তিনি এরপরই বিমান থেকে নেমে পড়ার পরিকল্পনা করেন। কিন্তু বিমান থেকে আচমকা নেমে পড়ার পরেই তাকে ধরে ফেলে CISF। 

পরে তাকে জেরা করার পরে তিনি আসল কথাটা জানিয়ে দেন। কেন তিনি বিমান থেকে নেমে পড়েন, কেন তিনি বাড়ি যেতে চান না সবটা জানান তিনি। পরে অবশ্য় জামিনে ছাড়া পান তিনি।