Joe Root becomes first England player to score 19,000 international runs get to know

রাঁচি: তিনি কবে রান পাবেন, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছিল ইংল্যান্ড টিম ম্য়ানেজমেন্ট। দলের সবচেয়ে তারকা ব্যাটার। কিন্তু ভারত সফরে এসে প্রথম তিন টেস্টে কোনও ইনিংসেই রান পাচ্ছিলেন না। অবশেষে জো রুট (Joe Root) রান পেলেন। শুধু রানই নয়, হাঁকালেন টেস্ট কেরিয়ারে আরও একটি শতরান। আর শতরান হাঁকানোর ইনিংসেই আরও একটি রেকর্ড গড়ে ফেললেন ডানহাতি এই ব্যাটার। যেই রেকর্ড ইংল্য়ান্ডের ক্রিকেট ইতিহাসে কোনও ব্যাটারের ঝুলিতে নেই। কী সেই রেকর্ড?

এদিন ব্যাট হাতে নেমে প্রথম দিনের শেষে ১০৬ রানে অপরাজিত রয়েছেন রুট। প্রথমে বেন ফোকসের সঙ্গে ১১৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। এরপর দিনের খেলা শেষের মুহূর্ত পর্যন্ত ওলি রবিনসনের সঙ্গে ৫৭ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েছেন রুট। আর এই ইনিংস খেলার ফাঁকেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ইংরেজ ব্যাটার হিসেবে ১৯ হাজার রানের মালিক হয়ে গেলেন রুট। আকাশ দীপকে বাউন্ডারি হাঁকিয়ে শতরান পূরণ করেন রুট। এই মুহূর্তে তাঁর আন্তর্জাতিক রানের সংখ্যা ১৯০১৪। আগেই সর্বাধিক রানের বিচারে অ্যালিস্টার কুককে টেক্কা দিয়েছিলেন রুট। টেস্টে কুক এখনও পর্যন্ত থ্রি লায়ন্সদের সর্বাধিক রান সংগ্রাহক। তবে সব ফর্ম্য়াট মিলিয়ে কুকের রান সংখ্যা ১৫ হাজার ৭৩৭। রুটের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন তিনি।

রাঁচিতে শতরানের এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক ১০ সেঞ্চুরির মালিক হয়ে গেলেন রুট। বিশ্বের কোনও ব্যাটারের সর্বাধিক শতরান কোনও একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে। মোট ৫২ ইনিংস সময় নিলেন ইংরেজ ব্যাটার। স্টিভ স্মিথের ৯টি শতরান রয়েছেন ভারতের বিরুদ্ধে। অন্যদিকে তালিকায় এরপরে আটটি শতরান নিয়ে আছেন গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস ও রিকি পন্টিং। 

এদিন শতরান করার পথে রুট ৯টি বাউন্ডারি হাঁকান। এদিন ইংল্য়ান্ডের টপ অর্ডারে একমাত্র জ্যাক ক্রলির ৪২ বাদ দিলে কোনও ব্যাটারই ভারতের বোলারদের বিরুদ্ধে দাঁড়াতে পারেননি ক্রিজে। ১১ রান করে আউট হন বেন ডাকেট। প্রথম টেস্টে ১৯৮ রানের ইনিংস খেলা ওলি পোপ এদিনের ম্য়াচে খাতা খোলার আগেই আকাশ দীপের দ্বিতীয় শিকার হয়ে ফেলেন। ৩৮ রান করে ফেরেন বেয়ারস্টো। এই ম্য়াচে সেট হয়েও বড় রান করতে পারলেন না তিনি। অন্য়দিকে অধিনায়ক স্টোকস ৩ রান করে জাডেজার শিকার হন। 

 

 

আরও দেখুন