JU exam cancelled: ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, সেমিস্টারের পরীক্ষা বন্ধ হল যাদবপুরে

যৌন হেনস্থার অভিযোগের জেরে বন্ধই হয়ে গেল পরীক্ষা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপণ বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা আপাতত স্থগিত করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদি বিশ্ববিদ্যালয়ের একটি বড় অংশের দাবি, মিথ্যা অভিযোগে করা হয়েছে অধ্যাপকের বিরুদ্ধে।

অনির্দিকালের জন্য পরীক্ষা স্থগিত

শুক্রবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। তবে বিজ্ঞপ্তিতে কোনও কারণ বলা হয়নি। বলা হয়েছে, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের বাকি পরীক্ষা বিশেষ কারণে স্থগিত করা হচ্ছে। বিভাগের প্রধান অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী পরীক্ষা স্থগিতের খবর নিশ্চিত হঠাৎ করে এভাবে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া অনিশ্চয়তার মধ্যে পড়েছেন পড়ুয়ারা।

সাংবাদিকতা ও গণজ্ঞাপণ বিভাগের এক ছাত্রী অভিযোগ করে বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এবং ওই বিভাগের বর্তমান এক অধ্যাপক তাঁকে শারীরিক, মানসিক হেনস্তার করেছেন। পরীক্ষা চলাকালীনও ওই ছাত্রীকে নিজের ঘরে ডেকে নিয়ে অভব্য আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে।

আরও পড়ুন। চাহিদা’ মেটাতে হবে, পরীক্ষার হল থেকে বের করে বলেন স্যার, অভিযোগ JU-র ছাত্রীর

আরও পড়ুন। হোটেলে চলছিল মধুচক্র, হানা দিয়ে ২ নাবালিকাসহ ১১ জনকে গ্রেফতার করল পুলিশ

তবে শিক্ষক ও ছাত্রদের এক বড় অংশ দাবি করছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অভিযুক্ত অধ্যাপক বামপন্থী শিক্ষক সংগঠনের সঙ্গে জড়িত। সে কারণে তাঁকে ফাঁসানো হচ্ছে।

‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলছে জুটা

যাদবপুরের বামপন্থী শিক্ষক সংগঠনের দাবি,‘রাজনৈতিক প্রতিহিংসা’ কারণেই ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অধ্যাপক এমন কাজ করতে পারেন না। জুটার পার্থপ্রতিম রায়ের পালটা অভিযোগ, পরীক্ষার সময় ওই ছাত্রী জালিয়াতি করছিলেন তাঁকে ধরে ফেলতেই এই অভিযোগ আনা হচ্ছে। একই দাবি সাংবাদিকতা বিভাগের ছাত্রের একাংশের। তাদের মতে, ‘স্যারকে ফাঁসানো হচ্ছে। উনি এই কাজ করে পারেন না।’

আরও পডুন। দেশের সবচেয়ে ‘অপরিষ্কার শহর’ হাওড়া-সহ বাংলার ১১পুরসভা পাচ্ছে কেন্দ্রের পুরস্কার

আরও পডুন। ফের হেয়ারস্ট্রিট থানার ওসিকে তলব করলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়, বেঁধে দিলেন সময়, না এলে গ্রেফতারের নির্দেশ