Sandeshkhali Hit and Run: মহিলাকে ধাক্কা দিয়ে বন্দিদের নিয়ে ছুটল পুলিশের গাড়ি, অভিযোগে উত্তাল সন্দেশখালি

অগ্নিগর্ভ সন্দেশখালিতে এবার নিরীহ মহিলাকে ধাক্কা মারার অভিযোগ পুলিশের গাড়ির বিরুদ্ধে। শুক্রবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বেড়মজুর গ্রামের কাটাপোল এলাকায়। স্থানীয়দের দাবি, ধাক্কা মারার পর ওই মহিলার চিকিৎসার ব্যবস্থা করানোর বদলে পুলিশের গাড়ি থেকে কেউ মন্তব্য করেন, যে সামনে আসবে তাকে মেরে দেব। এর পর গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। নিজেরাই আহত মহিলার চিকিৎসার ব্যবস্থা করেন।

আরও পড়ুন: সন্দেশখালির শাহজাহানের বিরুদ্ধে নয়া মামলা, কলকাতার আশেপাশে ৬ জায়গায় হানা ইডির

বৃহস্পতি ও শুক্রবার সন্দেশখালিতে বিভিন্ন ঘটনায় এদিন বেশ কয়েকজন গ্রামবাসীকে পুলিশ গ্রেফতার করে বলে দাবি স্থানীয়দের। বেড়মজুর গ্রামের অন্তত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে গ্রামবাসীদের তরফে দাবি করা হয়। তাদের নিয়ে বেপরোয়া গতিতে সরু রাস্তা দিয়ে পুলিশের গাড়ি সন্দেশখালি থানার দিকে ছুটছিল বলে অভিযোগ। গ্রামবাসীরা জানিয়েছেন, কাটাপোল এলাকায় এক মহিলাকে ধাক্কা মারে পুলিশের গাড়ি। ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি। এর পর সেই মহিলার চিকিৎসার ব্যবস্থা করার বদলে এক পুলিশকর্মী গাড়ি থেকে বলেন, যে সামনে আসবে তাকে মেরে দেব।

ফুলমণি ভুঁইয়া আক্রান্ত মহিলা জানিয়েছেন, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কোনও আন্দোলনেও যাননি তিনি। এদিন রাস্তার এক ধার দিয়ে বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন তিনি। তখনই বেপরোয়া পুলিশের গাড়ি তাঁকে ধাক্কা মারে। অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। 

আরও পড়ুন: হোটেলে চলছিল মধুচক্র, হানা দিয়ে ২ নাবালিকাসহ ১১ জনকে গ্রেফতার করল পুলিশ

এই ঘটনার পর কাটাপোল এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বাবলা গাছের কাঁটা ফেলে আটকানো হয় পথ। গ্রামবাসীরা জানিয়েছেন, এই ঘটনার পর পুলিশের ওপর তাঁদের আর বিন্দু মাত্র ভরসা নেই তাঁদের।

কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত মহিলাকে চিকিৎসা করতে নিয়ে যেতে চায়। কিন্তু আহত মহিলা পুলিশের সঙ্গে যেতে অস্বীকার করেন। এর পর বিজেপি নেত্রী ও গ্রামের মহিলারা ওই মহিলাকে টোটো করে চিকিৎসা করাতে নিয়ে যান।