Sandeshkhali Update: সন্দেশখালিতে ফের উত্তেজনা, শাহজাহানের ভাই সিরাজকে তাড়া করলেন গ্রামবাসীরা

শান্তির বাণী আউড়ে রাজ্য পুলিশের ডিজি এলাকা ছাড়তেই নতুন করে উত্তেজনা ছড়াল সন্দেশখালিতে। বৃহস্পতিবার সন্দেশখালির বেড়মজুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় গায়ের জোরে জমি দখলের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগের তির, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের দিকে। এদিন সকালে সিরাজ গ্রামে ঢুকতেই উত্তেজনা ছড়ায়। খননকার্য চলছে এমন একটি ভেড়ির আলাঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা।

আরও পড়ুন: জবাবদিহি চেয়েছিলেন ফিরহাদ, এবার তৃণমূল কাউন্সিলর অনন্যার বিরুদ্ধে দায়ের এফআইআর

স্থানীয়দের দাবি, বেড়মজুর ২ গ্রাম পঞ্চায়েতে বিঘার পর বিঘা জমি গায়ের জোরে দখল করেছেন শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ। টানের সময় সেখানে ভেড়ি তৈরির কাজ চলছে। এদিন উত্তেজিত গ্রামবাসীরা সেই ভেড়ির আলাঘরে ব্যাপক ভাঙচুর চালান। অ্যাসবেসটাসের চাল থেকে শুরু করে কিছুই আস্ত রাখেননি তাঁরা। এর পর সেখানে আগুন ধরিয়ে দেয় জনতা।

এই ঘটনার কিছুক্ষণ পর খবর ছড়ায় গ্রামে শেখ সিরাজ ঢুকেছে। এতে উত্তেজনা আরও বাড়ে। লাঠি সোটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন গ্রামবাসীরা। তাড়া করেন সিরাজকে। কেস জন্ডিস বুঝে এলাকা ছেড়ে পালায় সিরাজ।

খবর পেয়ে সেখানে আসে পুলিশ। এর পর ঘটনাস্থলে পৌঁছন ডিআইজি বারাসত রেঞ্জ ভাস্কর মুখোপাধ্যায় ও বসিরহাটের পুলিশ সুপার মেহেদি হোসেন। গ্রামবাসীদের অভিযোগ শুনে তাঁদের নিরাপত্তার আশ্বাস দেন ২ পুলিশ আধিকারিক। এর পর এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন: কলকাতা পুরসভার হলুদ লাইনকে থোরাই কেয়ার, নতুন করে বসে পড়ল হকাররা

ভাস্করবাবু বলেন, আপনাদের সমস্ত অভিযোগের সমাধান করবে প্রশাসন। আপনাদের নিরাপত্তার দায়িত্বও আমাদের। পদস্থ আধিকারিকদের ফোন নম্বর দিয়ে গেলাম। কোনও সমস্যা হবে না। কালই এলাকায় শিবিরের আয়োজন করা হবে। সেখানে যাবতীয় অভিযোগ জানাতে পারবেন গ্রামবাসীরা।