Sandeshkhali at JNU: ‘সন্দেশখালি যেন নন্দীগ্রাম!’ JNU-তে আজ পরিস্থিতির ব্যাখ্যা করবেন সুকান্ত

সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলন যেমন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আলোচনা বিষয় হয়ে উঠেছিল, তেমনি সন্দেশখালির বিক্ষোভ নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে আলোচনা চায় বিজেপি। সন্দেশখালিতে কী ঘটছে, মহিলাদের উপর কতটা অত্যাচার হয়েছে, তা অধ্যাপক এবং পড়ুয়াদের সামনে তুলে ধরার জন্য একটি সেমিনারের আয়োজন করেছে বিজেপির ছাত্র এবিভিপি। শনিবার অর্থাৎ সন্ধ্যায় এই সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের বক্তব্য রাখবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কেন এই সেমিনার?

সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় বাম ছাত্র সংগঠনের পক্ষে থেকে সেমিনারের আয়োজন করা হয়েছিল। সন্দেশখালির বিক্ষোভকে নন্দীগ্রামের থেকে কোনও অংশে কম মনে করছে না বিজেপি। তার দেশের অন্যতম নামী বিশ্ববিদ্যালয়ে সন্দেশখালিতে কী ঘটছে তা তুলে ধরতে চাইছে গেরুয়া শিবির। তাই এই আলোচনার আয়োজন।

আরও পড়ুন; মুসলিম গুন্ডাদের ব্লকে ব্লকে নেতা বানিয়েছে তৃণমূল: দিলীপ ঘোষ

আরও পডুন: বশ্যতা বিরোধী লড়াই চলছে, নন্দীগ্রাম হবে সন্দেশখালি: শুভেন্দু অধিকারী

প্রধান অতিথি সুকান্ত মজুমদার

শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই সেমিনার হবে। শিপ্রা হোস্টেলের মেসে এই সেমিনার আয়োজন করা হয়েছে। সুকান্ত মজুমদারকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা। ‘শ্যাটারিং সাইলেন্স, আনভেইলিং দ্য রিয়্যালিটি অব পলিটিক্যাল ভায়োলেন্স আগেনস্ট উইমেন ইন ওয়েস্ট বেঙ্গল’ এই শিরোনামে অনুষ্ঠানটি হবে।

এই সেমিনার প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘সন্দেশখালি পরিস্থিতি থেকে কী বেরিয়ে আসা যেতে পারে তা নিয়ে আলোচনা করা হবে। পডুয়াদের সামনে এই বক্তব্য রাথা হবে গোটা সন্দেশখালির ছবি তুলে ধরা হবে। কী অবস্থার মধ্যে মহিলারা মুখ খুলতে বাধ্য হয়েছে তা বলা হবে। ‘ সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলন জাতীয় ইস্যু হয়ে উঠেছিল তেমনি সন্দেশখালিকেও জাতীয় ইস্যু তৈরি করতে চাইছে গেরুয়া শিবির সেকারণে এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গ, শনিবার সুকান্তর সঙ্গে দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারীও। তাদের কিছু দলীয় কর্মসূচি রয়েছে বলে শুভেন্দু জানিয়েছিলে। তারই ফাঁকে এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন দুজনে।

আরও পড়ুন: ‘‌সন্দেশখালির সমাধান হল আফস্পা’‌, এক্স হ্যান্ডেলে বিজেপিকে বড় পরামর্শ তথাগতর

আরও পড়ুন: ‘‌দিল্লির নির্দেশ, সন্দেশখালি ইস্যু জিইয়ে রাখতে হবে’‌, বিজেপিকে তুলোধনা কুণালের