Sandeshkhali Update: শাড়ি – শাঁখার বিনিময়ে ঘরে ঢুকে যেতে বলছে পুলিশ, অভিযোগ সন্দেশখালির মহিলার

সন্দেশখালিতে শাড়ি – শাঁখা দিয়ে মহিলাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে প্রশাসন। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন সন্দেশখালির মাঝেরপাড়ার বাসিন্দা এক মহিলা। শনিবার বিক্ষোভ দেখানোর সময় পুলিশ আধিকারিকদের সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিশের উদ্দেশে ক্ষোভ উগরে দেন তিনি। প্রশ্ন তোলেন, কেন এখনও গ্রেফতার হল না শাহজাহান শেখ? এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শাঁখা – শাড়ি উৎকোচ দিয়ে মহিলাদের ঘরে ঘোমটা দিয়ে বসে থাকতে বলছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: আমাকেও তৃণমূলের নেতারা কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করেছে: বৈশাখী বন্দ্যোপাধ্যায়

মাঝেরপাড়ার বাসিন্দা ওই মহিলার বিক্ষোভ সরাসরি সম্প্রচারিত হয় একাধিক স্থানীয় সংবাদমাধ্যমে। তিনি বলেন, ‘শাহজাহান শেখ কবে গ্রেফতার হবে? তারিখ বলুন। কেন বলতে পারবেন না? আমরা এখানে প্রতিবাদ করছি বলে আপনারা চুপ করতে বলছেন? শাহজাহান কোথায় খুঁজতে যেতে পারছেন না?’

পুলিশ আধিকারিককে উদ্দেশ করে মহিলা বলেন, ‘শাহজাহান শেখকে ধরতে পারে না, মহিলাদের বলে চুপ করুন। শাখা নিন, শাড়ি নিন, ঘরে ঘোমটা দিয়ে বসে থাকুন। তবে মমতা পুলিশ চুপ করবে। মমতা হাজার টাকা, ৫০০ টাকা দিয়ে মহিলাদের বলছে চুপ করুন। আর মস্তান পুষেছে? শাঁখা, চুড়ি পরে আপনারা বসে থাকুন। আর আমাদের পুলিশের দায়িত্বটা দিন। এতদিনে আমরা শাহজাহানকে খুঁজে বের করতাম। আমরা মমতার সহযোগিতা চাই না’।

আরও পড়ুন: ‘‌আধার ফিরে না পেলে কী করতেন? ’‌ বিজেপিকে ভোট দিতে হুমকি বিধায়ক অসীমের

পুলিশকে প্রতিবাদী ওই মহিলার প্রশ্ন, ‘আগে মমতা টাকা দিত না, আমরা বাঁচতাম না? আমাদের স্বামীরা ইনকাম করেনি? এখন কেন মমতা টাকা দিয়ে আমাদের মান ইজ্জত নিয়ে মাঠে ঘাটে খেলছে? আর আমাদের স্বামীদের ধরে নিয়ে গিয়ে কেস দিচ্ছে? চারটে – পাঁচটা করে কেস, কে জামিন দেবে?’