নাভালনির মৃতদেহ মায়ের কাছে হস্তান্তর

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির মৃতদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক্সে দেওয়া এক পোস্টে মৃতদেহ পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পোস্টে কিরা আরও লিখেছেন, এখন পর্যন্ত অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি। কারা কর্তৃপক্ষ পরিবারের ইচ্ছামতো তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে বা যে মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া হওয়া উচিত সেভাবে করতে দেবে কিনা নিয়ে সংশয় জানিয়েছেন তিনি।  

তবে নাভালনির মৃতদেহ ফিরে পাওয়ার দাবি জানিয়েছিলেন যারা, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কিরা।

শনিবার এক ভিডিও বার্তায়, নাভালনির স্ত্রী ইউলিয়া, তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা না করে, মৃতের লাশকে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন।

গত সপ্তাহে ছেলের লাশ কোথায় আছে তা নিশ্চিত হতে কারাগারের কাছের শহরে গিয়েছিলেন নাভালনির মা উদমিলা। এরপর তিনি ছেলের লাশ ফেরত পাওয়ার দাবি জানান।

শুক্রবার তিনি বলেন, তাকে ছেলের লাশ দেখানো হয়েছে। তবে ছেলের মৃতদেহকে গোপনে সমাহিত করার ব্যাপারে রাজি হতে তাকে তদন্তকারীরা চাপ দিচ্ছিল বলে অভিযোগ করেন উদমিলা। আর এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাকে তিন ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। তা না হলে যে কারাগারে নাভালনি মারা গেছেন, সেখানেই তাকে সমাহিত করার হুমকিও দেয় কর্তৃপক্ষ। কারণ হিসেবে তারা বলেছিল, নাভালনির মৃতদেহটি পচে যাচ্ছে।

গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক সার্কেল পেনাল কলোনিতে নাভালনির মৃত্যু হয়। তার মৃত্যুর পর কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, হেঁটে আসার পর হঠাৎই অচেতন হয়ে পড়েছিলেন নাভালনি, এরপর আর জ্ঞান ফেরেনি তার।আর তার মায়ের হাতে ধরিয়ে দিয়েছিল স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেট।