New criminal laws date: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে ৩ নয়া ‘সংহিতা’, মুছে যাচ্ছে ব্রিটিশ আমলের নিয়ম

আগামী ১ জুলাই থেকে নয়া তিনটি ফৌজদারি আইন কার্যকর হতে চলেছে। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, জুলাইয়ের পয়লা তারিখ থেকে ‘ভারতীয় ন্যায় সংহিতা’, ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ এবং ‘ভারতীয় সাক্ষ্য আইন’ কার্যকর হবে। সেইসঙ্গে বাতিল হয়ে যাবে ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি (ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি), কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর (সিআরপিসি) এবং ১৮৫৭ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। ‘ভারতীয় ন্যায় সংহিতা’-র ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতীয় ন্যায় সংহিতার এক নম্বর ধারার দুই নম্বর উপধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১০৬ নম্বর ধারার দু’নম্বর উপধারা বাদ দিয়ে সংহিতার নিয়ম কার্যকর করার দিন হিসেবে চিহ্নিত করছে কেন্দ্রীয় সরকার।’ ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ এবং ‘ভারতীয় সাক্ষ্য আইন’-র ক্ষেত্রেও একইরকম বিবৃতি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।

গত মাসেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে এক বছরের মধ্যেই তিনটি নয়া ফৌজদারি আইনের বিধান কার্যকর করতে শুরু করবে দেশের সব থানা। দিল্লি, চণ্ডীগড়ের মতো কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথমে সেই তিনটি আইন কার্যকর হবে। বিষয়টি নিয়ে এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক জানিয়েছিলেন, নয়া তিনটি ফৌজদারি আইনের সঙ্গে যাতে দেশের সব থানা খাপ খাইয়ে নিতে পারে, সেজন্য ৯০০টি ফরেন্সিক ল্যাবরেটরি অধিগ্রহণের চালাচ্ছে কেন্দ্র। বিভিন্ন ক্ষেত্রের প্রশিক্ষকদের নিয়োগ করছে। কারণ তিনটি আইনেই প্রযুক্তি ও ফরেন্সিকের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে।

সেই রেশ ধরে জানুয়ারিতে জয়পুরে পুলিশের ডিরেক্টর জেনারেলদের বার্ষিক সম্মেলন থেকেই পুলিশ অফিসারদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাতে তাঁরা নয়া তিনটি ফৌজদারি আইনের সঙ্গে সড়গড় হয়ে ওঠেন। সেইসঙ্গে নয়া তিনটি ফৌজদারি আইনে যেহেতু প্রযুক্তির উপর বাড়তি জোর দেওয়া হয়েছে, তাই থানা থেকে শুরু পুলিশের সদর দফতর পর্যন্ত প্রযুক্তি উন্নত করার নির্দেশ দেন।

আরও পড়ুন: Legal Shield for Doctors: রোগী মৃত্যুতেও এবার চিকিৎসকরা পাবেন আইনি রক্ষাকবচ, জানালেন অমিত শাহ

উল্লেখ্য, নয়া যে তিনটি আইন আনা হয়েছে, তাতে আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আছে। সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে নিয়ম পালটানো হয়েছে। ই-এফআইআর দায়ের করার সুযোগ আছে। ইলেকট্রনিক নথিকে প্রামাণ্য নথি হিসেবে বিচার করা হবে। প্রথমবারের জন্য গণপিটুনির মতো অপরাধকে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে শাস্তি আরও কঠোর করার বিধান আছে নয়া ফৌজদারি আইনে।

আরও পড়ুন: Mental Torture of Women: অপরাধ হিসেবে গণ্য হবে মহিলাদের ওপর মানসিক নির্যাতন, বলছে ন্যায় সংহিতা বিলের ৮৬ নং ধারা