IPL 2024 DDCA clueless why Delhi Capitals games being shifted Sourav Ganguly was happy with preparations in stadium

নয়াদিল্লি: আইপিএলের (IPL 2024) প্রথম দুই সপ্তাহের সূচি ঘোষিত হয়েছে বৃহস্পতিবার। প্রথম দুই সপ্তাহে ২১টি ম্যাচ আয়োজিত হচ্ছে। যার মধ্যে দিল্লি ক্যাপিটালসের রয়েছে ৫টি ম্যাচ। তবে দিল্লির হোম ম্যাচ দেওয়া হয়েছে বিশাখাপত্তনমে। যা নিয়ে শুক্রবার থেকেই জলঘোলা শুরু হয়েছিল। প্রশ্ন উঠেছিল, কেন আচমকা ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম থেকে সরানো হল ঋষভ পন্থদের ম্যাচ?

এবার এ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থার এক কর্তা। নাম না করে তিনি বলেছেন, ‘আমরা ডব্লিউপিএলের ১১টি ম্যাচ আয়োজন করছি। দাদাও (দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট) কয়েকদিন আগে মাঠ দেখে খুশি হয়েছিলেন। জানি না আচমকা কী এমন হল যে, ম্যাচ অন্যত্র দেওয়া হল।’

আইপিএলের প্রথমার্ধে ২১টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচ পড়েছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals Schedule)। যার মধ্যে তিনটি ঋষভ পন্থ-ডেভিড ওয়ার্নারদের অ্যাওয়ে ম্যাচ। আর দুটি হোম ম্যাচ। তবে সূচি দেখে অনেকে তাজ্জব হয়ে যান। কারণ, দিল্লি ক্যাপিটালসের হোম ম্যাচ ফেলা হয়েছে বিশাখাপত্তনমে। প্রথমটি ৩১ মার্চ। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। দ্বিতীয়টিতে আবার দিল্লির প্রতিপক্ষ শাহরুখ খান-জুহি চাওলার কলকাতা নাইট রাইডার্স। যে ম্যাচ বাংলা বনাম বাংলা দ্বৈরথ। একদিকে কলকাতার দল। অন্য দলের সর্বেসর্বা এক বাঙালি। ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায়। 

আইপিএলের সূচি ঘোষণা হওয়ার পর থেকে ক্রিকেটপ্রেমীরা অনেকেই জানতে চাইছেন, কেন ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলা (নতুন নাম অরুণ জেটলি স্টেডিয়াম)-তে খেলবেন না ঋষভ পন্থরা?

জানা গেল, অরুণ জেটলি স্টেডিয়াম আইপিএল -এর শুরুর দিকে প্রস্তুত থাকবে না। উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)-এর ফাইনাল আয়োজিত হবে যে স্টেডিয়ামে। ১৭ মার্চ হবে ডব্লিউপিএলের ফাইনাল। তার ঠিক পাঁচদিনের মাথায় আইপিএল শুরু। তবে প্রশ্ন ওঠা থামছে না। বলা হচ্ছে, দিল্লি ক্যাপিটালসের প্রথম হোম ম্যাচ ৩১ মার্চ। ডব্লিউপিএলের ফাইনালের পর ১২ দিন সময় থাকছে। তাতেও কেন তৈরি করা যাচ্ছে না মাঠ! যদিও ডিডিসিএ কর্তার বয়ান সম্পূর্ণ আলাদা। তাদের দাবি, মাঠ তৈরি হয়ে গেলেও দিল্লি ক্যাপিটালসের আপত্তিতেই সরানো হয়েছে ম্যাচ।

আরও পড়ুন: রোল নয়, পছন্দ চিকেন স্টু, অফস্টাম্প পুঁতে বোলিং, কোচের মুখে ভারতীয় পেসারের অজানা গল্প

আরও দেখুন