ন্যাটোতে যোগদানে হাঙ্গেরির সম্মতি পেলো সুইডেন

সুইডেনের ন্যাটো জোটে যোগদানের বিষয়ে সম্মতি দিয়েছে হাঙ্গেরির পার্লামেন্ট। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এই অনুমোদনের ফলে নরডিক দেশটির পশ্চিমাদের সামরিক জোটে যোগদানে কোনও বাধা রইলো না। দুই বিশ্বযুদ্ধ ও শীতল যুদ্ধের সময় নিরপেক্ষ থাকা দেশটির ন্যাটোতে যোগদান ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টার্সসন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আজ একটি ঐতিহাসিক দিন। ইউরো-আটলান্টিক নিরাপত্তার দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত সুইডেন।

সুইডেনের ন্যাটোতে যোগদানে সম্মতি দিতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের ওপর ন্যাটো মিত্রদের চাপ ছিল।

ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ হাঙ্গেরির পার্লামেন্টে অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, সুইডেনের সদস্য হওয়া আমাদের সবাইকে শক্তিশালী ও নিরাপদ করবে। 

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর জোট নিরপেক্ষ অবস্থান পরিত্যাগ করে ন্যাটোতে যোগদানের আবেদন করে সুইডেন। এর আগে জোটটিতে যোগ দিয়েছে ফিনল্যান্ড।