WPL 2024 Meet Gujarat Giants all rounder Harleen Deol who is regarded as best fielder In womens cricket

মুম্বই: তাঁকে মনেই হবে না যে, তিনি খেলার দুনিয়ার প্রতিনিধি। বরং তাঁকে দেখলে মনে হবে বলিউডের কোনও অভিনেত্রী। রূপের জৌলুসে তিনি হার মানাবেন বলিউডের প্রথম সারির অভিনেত্রীদেরও!

দুর্দান্ত গ্ল্যামার, ঝকঝকে চেহারা, সোনায় মোড়া হাসি। সাহসী পোশাকেও সাবলীল। তিনি হার্লিন দেওল (Harleen Deol)।

না, বলিউডের বিখ্যাত দেওল পরিবারের সদস্য নন। হার্লিন অভিনয় জগতের কেউ নন। তিনি ক্রিকেটার। ভারতের মহিলা ক্রিকেট দলের (Indian Womens Cricket Team) সদস্য। চলতি মহিলাদের প্রিমিয়ার লিগে (WPL 2024) খেলছেন গুজরাত জায়ান্টস (Gujarat Giants) দলে।

ভারতীয় খেলাধুলোয় এতদিন স্বপ্নসুন্দরীর তকমা পেয়ে এসেছেন সানিয়া মির্জা। টেনিস তারকা সানিয়া কোর্টে নামা মানেই তাঁর খেলার পাশাপাশি চর্চা চলত তাঁর রূপ নিয়েও। সানিয়ার পর খেলার মাঠের আর এক গ্ল্যামার গার্ল পেয়ে গেলেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। হার্লিন দেওল।

অলরাউন্ডার হার্লিনের বাড়ি চণ্ডীগড়ে। ঘরোয়া ক্রিকেটে খেলেন হিমাচল প্রদেশের হয়ে। মিডল অর্ডারে ব্যাট করেন। সঙ্গে অফস্পিন ও লেগস্পিন বোলিং – দুই-ই করতে পারেন। ভারতের হয়ে ২৪টি টি-টোয়েন্টি ও ১০টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন হার্লিন।

গত বছরের জুলাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৭৭ রান করে প্রথম প্রচারের আলোয় আসেন বছর পঁচিশের তরুণী।

ওয়ান ডে ও টি-টোয়েন্টি – আন্তর্জাতিক ক্রিকেটে দুই ফর্ম্যাট মিলিয়ে রয়েছে তিনটি হাফসেঞ্চুরি। সঙ্গে বল হাতে নিয়েছেন ৮ উইকেট। সঙ্গে ফিল্ডিংয়ে দুরন্ত। অনেকের মতে, তিনিই এখন মহিলাদের ক্রিকেটে বিশ্বের সেরা ফিল্ডার।

 

ডব্লিউপিএলের প্রথম মরশুমে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। ব্যাটে ১২৫.৪৬ স্ট্রাইক রেটে দুশোর ওপর রান করেন। এবারও গেমচেঞ্জার হয়ে উঠতে পারেন।           

 

আরও পড়ুন: শব্দ শুনেই ইস্টবেঙ্গল ম্যাচের ছবি ফুটে ওঠে মানসচক্ষে, দৃষ্টিশক্তিহীন এক ‘আশ্চর্য প্রদীপ’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন