ফাইনালে ওঠার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে রংপুর

জিতলেই ফাইনাল, হারলে দুই দলের জন্যই আরেকটি সুযোগ থাকবে। ফাইনালের টিকিট পেতে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি গ্রুপ পর্বের দুই টেবিল টপার রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাস। শুরুতে ব্যাটিং করবে রংপুর রাইডার্স।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন এনেছে রংপুর রাইডার্স। চলতি আসরে প্রথম ম্যাচ খেলতে নামছেন নিকোলাস পুরান ও ফজল হক ফারুকী। তাছাড়া একাদশে ফিরেছেন মোহাম্মদ নবী।

অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মোহাম্মদ এনামুলের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন রোহানতদৌল্লাহ বর্ষণ। এই ম্যাচ দিয়েই বিপিএলে অভিষেক হয়েছে তার। আর ম্যাথু ফর্ডের জায়গায় একাদশে ফিরেছেন চার্লস। 

রংপুর রাইডার্স একাদশ : সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), রনি তালুকদার , শেখ মেহেদী, শামীম হোসেন, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, নিকোলাস পুরান, ফজল হক ফারুকী, জেমি নিশাম ও মোহাম্মদ নবী।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্গন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মুসফিক হাসান ও তানভীর ইসলাম।



সালাউদ্দিন/সাএ