Special Birthday Party: ৫৬ বছর বয়সে এসে ১৪ বছরের জন্মদিন পালন! মহিলার ‘কচি সাজা’র কাণ্ড দেখে হতবাক সকলে

জন্মদিন মানেই উৎসব, বিশেষত মহিলাদের জীবনে এই উৎসব খুবই বিশেষ। কখনও কি ভেবে দেখেছেন, যে মহিলারা ২৯ ফেব্রুয়ারি জন্ম নিয়েছেন, তাঁরা কীভাবে নিজেদের বিশেষ দিনটি পালন করবেন? এবার তারই সমাধান নিয়ে হাজির দক্ষিণ ক্যারোলিনার ৫৬ বছর বয়সী এক মহিলা।

দেহের বয়স বেড়েছে, মনের তো নয়। তাই সেই মতোই নিজের জন্মদিনের পার্টির আয়োজন করেছেন মহিলা। নাম তাঁর লিজ ডুরেন, এই ফেব্রুয়ারিতে তাঁর ৫৬ তম জন্মদিন এসেও এল না। তাই পরিবর্তে, তিনি নিজের জন্য ১৪ তম জন্মদিনের বিশেষ পার্টি থ্রো করছেন। রিপোর্ট অনুযায়ী, ২৯ ফেব্রুয়ারি মূলত লিপ ইয়ার অর্থাৎ অধিবর্ষেই আসে। প্রতি চার বছরে এক বার। আর এই বিরল দিনেই জন্ম হয়েছিল মহিলার। তাই সেই অনুযায়ী, প্রতি চার বছর তাঁর জন্মদিন পালনের কথা। আর এই বিষয়টিকেই সোজা না বলে দিয়েছেন মহিলা।

অংকের হিসাবে তাঁর মনের বয়স এখনও ১৪, তাই তিনি নিশ্চিত করছেন যে তিনি যে জন্মদিনের পার্টিটি থ্রো করতে চলেছেন তাও যেন ১৪ তমই হয়৷ ET-থিমযুক্ত পার্টির সিদ্ধান্ত নিয়েছেন মহিলা। ডুরেন নিউইয়র্ক পোস্টকে বলেছেন, ‘যখন আমি ৪৪ বছর বয়সী হলাম তখন ১০ তম জন্মদিনের পার্টি দিয়েছিলাম। আমি একজন ম্যাজিশিয়ান। তাই তো ৫৫ বছরে দাঁড়িয়েও আমি ১৩ বছর বয়সী। আমি চিরতরে তরুণ থাকতে পারি।’ ব্রিস্টল লাইভ অনুসারে, তাঁর বাবা-মা তাঁর চার বছর বয়সে প্রথম জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। তারপর থেকে, তিনি প্রতি চার বছর পর পার্টি থ্রো করছেন। আর যেহেতু এটি অধিবর্ষ বা লিপ ইয়ার নয়, তাই তিনি তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে ১ মার্চ নিজের জীবনের বিশেষ দিনটি উদযাপন করবেন।

ব্রিস্টল লাইভের সঙ্গে কথা বলার সময়, ডুরেন শেয়ার করেছেন যে তিনি একটি ইটি-থিমযুক্ত পার্টি ছাড়াও তাঁর জন্মদিনে একটি নাটকেও অভিনয় করবেন। জানিয়েছেন, ‘আমি নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে করি।’ জানা গিয়েছে, ডুরেনকে দত্তক নেওয়া হয়েছিল। কিন্তু তাঁর অনন্য জন্ম তারিখ তাঁকে নিজের বায়োলজিক্যাল পিতামাতার সন্ধান করতে সাহায্য করেছে। নিজের মায়ের সঙ্গে ফেসবুকের মাধ্যমে তাঁর যোগাযোগ হয়। তিনি নিজের বায়োলজিক্যাল বাবাকেও ট্র্যাক করতে পেরেছিলেন। বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্কও ছিল ডুরেনের।

ডুরেন তার অনন্য জন্ম তারিখ সম্পর্কে কথা বলার সময় আউটলেটকে বলেছিলেন, ‘আমার মতো এমন অনেক কমজনই রয়েছেন যাঁরা এমন অনন্য দিনে জন্ম নিয়েছেন। আমি চাই, তাঁরাও এই দিনটি সাদরে গ্রহণ করুন।’