মালদায় ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু, ২ সন্তানকে নিয়ে আকূলপাথারে স্ত্রী

ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল মালদার আরও এক শ্রমিকের। মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর এলাকায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে খবর, তিন মাস আগে পেটের দায়ে শ্রমিকের কাজ করতে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন ৩২ বছরের যুবক সিনটু মণ্ডল। গতকাল আনুমানিক সন্ধে পাঁচটা নাগাদ ফোন মারফত পরিবারের লোকেরা জানতে পারেন কাজ করার সময় কংক্রিটের দেওয়াল ভেঙে পড়ে সিনটুর মৃত্যু হয়েছে।

ঘটনা জানাজানি হতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। মৃত সিনটু মণ্ডলের পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী ও দুই পুত্র সন্তান। একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের লোকজনেরা।

পরিবার সূত্রে জানা গেছে মৃত সিনটু মণ্ডলের দেহ এখনো গ্রামের বাড়িতে ফেরেনি। কফিন বন্দি দেহ কবে যে গ্রামের বাড়িতে ফিরবে? সেই শেষ অপেক্ষায় পথ চেয়ে রয়েছেন পরিবারের লোকজন।

নিহতের স্ত্রী প্রার্থনা মণ্ডল বিলাপ করতে করতে জানিয়েছে, আমার কেউ নেই। ২টো ছোট ছোট ছেলেকে নিয়ে আমি কোথায় যাব? সরকারের কাছে আমি কিছু সাহাজ্যের আবেদন জানাচ্ছি।

মালদা জেলার কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করেন। আর বিভিন্ন দুর্ঘটনায় হতদরিদ্র পরিবারগুলির সেই সদস্যদের মৃত্যু খবর আসে প্রায় প্রতিদিনই। বিরোধীদের দাবি, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ না থাকায় কাজ করতে ভিনরাজ্যে যেতে বাধ্য হচ্ছেন যুবকরা। আর সেখানে সাধ্যাতীত পরিশ্রমের ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তারা।