Inflight Safety Video: ধ্রুপদী শিল্পে বিমান নিরাপত্তার শিক্ষা, তুমুল ভাইরাল এয়ার ইন্ডিয়ার ভিডিয়ো

ভারতনাট্যম, ওডিসি, কথাকলি, কত্থক, ঘোমার, বিহু, গিদ্ধা। ভারতের জনপ্রিয় শাস্ত্রীয় এবং লোকনৃত্যের ধরন। এবার এই ধরনেরই সাহায্য নিয়েছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। ভারতীয় ঐতিহ্যের সঙ্গে হাত মিলিয়ে বিমান ভ্রমণের সময় যাত্রীদের নিরাপত্তা পদ্ধতি শেখাবে এয়ার ইন্ডিয়া। আসলে, সরকারি কোম্পানি এয়ার ইন্ডিয়া রতন টাটার অধীনে চলে আসার পর থেকে প্রতিদিনই কিছু না কিছু উন্নতি হচ্ছে। এবার, এয়ার ইন্ডিয়ার তৈরি এই নতুন ইনফ্লাইট সেফটি ভিডিয়োও একইরকম আলোড়ন সৃষ্টি করেছে।

এয়ারলাইন টাটা গ্রুপের নিয়ন্ত্রণে আসার পর দুই বছর হয়ে গিয়েছে। কর্মীদের আচরণ, ফ্লাইটের অভ্যন্তরে প্রদত্ত পরিষেবা, এয়ার হোস্টেসের পোশাক বা ফ্লাইটের সময় পরিবেশন করা থেকে শুরু করে খাবারের মান, টাটা গ্রুপের অধীনে আসার পর এয়ার ইন্ডিয়াতে আমূল পরিবর্তন আসছে। তারই প্রমাণ এয়ার ইন্ডিয়ার এই ইনফ্লাইট সেফটি ভিডিয়োটি। শুক্রবার এয়ার ইন্ডিয়া এয়ারলাইনের ভিডিয়োটি প্রকাশ করেছে। এর নাম দেওয়া হয়েছে সেফটি মুদ্রা।

  • ভাইরাল ভিডিয়োতে কী এমন রয়েছে

এক্স-এ ভিডিয়োটি পোস্ট করার সময় এয়ারলাইন লিখেছে, ‘শতাব্দী ধরে, ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এবং লোকশিল্পের রূপগুলি গল্প বলার এবং নির্দেশনার মাধ্যম হিসাবে কাজ করেছে। আজ, তারা আর একটি গল্প বলে, তা হল ইনফ্লাইট নিরাপত্তার। ভারতের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় নৃত্য ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত এয়ার ইন্ডিয়ার নতুন সেফটি ফিল্ম প্রকাশ করা হচ্ছে।’

আবার ইউটিউবে ভিডিয়োটি পোস্ট করার সময় এয়ারলাইন লিখেছে, ‘এয়ার ইন্ডিয়ার নতুন নিরাপত্তা ভিডিয়োতে আটটি ধ্রুপদী এবং ভারতীয় লোকনৃত্যের ফর্ম রয়েছে, যেখানে প্রতিটি মুদ্রা বা নৃত্য ভঙ্গি একটি ভিন্ন নির্দেশের সঙ্গে মিলে যায়।’

ভিডিয়োতে দেখতে পাওয়া গিয়েছে, ভারতীয় নৃত্যশিল্পীরা ভারতীয় লোকনৃত্য ও শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে বিমান যাত্রীদের নিরাপত্তার নির্দেশনা দিচ্ছেন। এই নিরাপত্তা ভিডিয়োটি ম্যাককান ওয়ার্ল্ড গ্রুপের প্রসূন জোশি, শঙ্কর মহাদেবন এবং ভারতবালা যৌথভাবে তৈরি করেছেন। প্রায় সাড়ে চার মিনিটের এই ভিডিয়োটির বিশেষত্ব হল, এটি দেখার পর শুধু সারা বিশ্বের যেকোনও প্রান্তে বসবাসকারী যে কেউ ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্য ও গভীরতায় পৌঁছে যাবেন। কারণ এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইট সেফটি ভিডিয়োতে তামিলনাড়ুর ভারতনাট্যম, ওড়িশার ওডিসি, আসামের বিহু, কেরালার কথাকলি ও মোহিনিয়াত্তম, রাজস্থানের ঘোমার এবং পাঞ্জাবের লোকনৃত্য গিদ্ধার মাধ্যমে বিমানের নিরাপত্তা বিধি ব্যাখ্যা করা হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটগুলি সাধারণত দীর্ঘ দূরত্বের হয়। যাত্রীদের বিনোদনের জন্য টিভি পর্দার ব্যবস্থা রয়েছে এখানে। বিজনেস ক্লাস বা প্রথম শ্রেণিতে, আসনের সামনে একটি টিভি পর্দা থাকে। ইকোনমি ক্লাসের প্রতিটি আসনের পিছনে একটি মিনি টিভি রয়েছে। এ ধরনের ফ্লাইটে এয়ার হোস্টেসরা নিরাপত্তা নির্দেশনা দিতে আসেন না, বরং নিরাপত্তা নির্দেশের ভিডিয়ো চালানো হয়ে থাকে।